Writing

সিরিজ: নবীদের জীবন কাহিনী-আইয়ুব (আ:)

আইয়ুব (আ:) এর জীবন কাহিনী এমন এক প্রতিকূলতায় ঘেরা যেখানে তাঁর বিশ্বাসকে ক্রমাগত পরীক্ষা করা হয়েছে। তবুও আল্লাহর প্রতি তাঁর ভালোবাসা কমেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তিনি নিজের প্রতি সত্য থেকেছেন এবং আল্লাহর ইচ্ছাকে এক মুহূর্তের জন্যও প্রশ্নবিদ্ধ করেননি, বা সন্দেহের বেড়াজালে আবদ্ধ হননি । আমরা নবী আইয়ুবের (আ:) কাছ থেকে আরও ধৈর্যশীল হতে এবং আল্লাহর প্রতি আস্থাশীল হতে শিখতে পারি।

নবী আইয়ুবের (আ:) বংশ পরিচয়:

আইয়ুব (আ:) ছিলেন হযরত ইব্রাহিমের বংশধর। আইয়ুবের (আ:) মা ছিলেন লুতের (আ:) কন্যা এবং তাঁর স্ত্রী ছিলেন ইউসুফের (আ:) সরাসরি বংশধর। আইয়ুব তার প্রিয় স্ত্রী রাহমা (রহিমা) এবং চৌদ্দ সন্তান নিয়ে রোমে বসবাস করতেন।

আইয়ুব (আ:) ছিলেন এমন একজন নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন। দৈহিকভাবে তিনি ছিলেন শক্তিশালী ও সুস্থ, এছাড়া প্রচুর জমি-জমা, এবং গবাদিপশুর মালিক ছিলেন তিনি। ‌তাঁর একটি ধার্মিক ও সুন্দর পরিবার ছিল; তিনি সম্প্রদায়ের একজন নেতাও ছিলেন, এবং জনগণের প্রিয়পাত্র এবং শ্রদ্ধাভাজন ছিলেন। এত মর্যাদা ও সম্পদ থাকা সত্ত্বেও আইয়ুব (আ:) কখনো অহংকারী ছিলেন না; বরং সর্বদা নম্র ছিলেন। তিনি সবসময় বঞ্চিতদের সাহায্য করতেন, এবং ক্রমাগত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও মহিমা প্রকাশ করতেন।

একদিন, জান্নাতে ফেরেশতারা পৃথিবীতে বসবাসকারী সেরা মানুষদের সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মধ্যে একজন ফেরেশতা বললেন –

“আজকের পৃথিবীর সেরা মানুষ হলেন আইয়ুব, তিনি একজন মহৎ চরিত্রের মানুষ, যিনি মহান ধৈর্য প্রদর্শন করেন এবং সর্বদা তাঁর উদার প্রভুকে স্মরণ করেন। তিনি আল্লাহর ইবাদতকারীদের জন্য এক উত্তম আদর্শ। বিনিময়ে, তাঁর প্রভু তাঁকে দীর্ঘায়ু দিয়েছেন এবং প্রচুর দাস দান করেছেন; অভাবী এবং দরিদ্ররা তাঁর সৌভাগ্যের অংশীদার – তিনি দরিদ্রদের খাওয়ান এবং পোশাক দান করেন এবং তাদের মুক্ত করার জন্য ক্রীতদাস কিনে নেন। যারা তাঁর দাতব্য গ্রহণ করেন, তিনি তাদের সাথে এমনভাবে ব্যবহার করেন যেন তারা তাঁর প্রতি অনুগ্রহ করছেন- এতটাই দয়ালু এবং কোমল তিনি।”

শয়তান আশেপাশেই ওঁৎ পেতে ফেরেশতাদের কথা শুনছিল। সে খুব ক্ষুব্ধ হল এবং সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে আইয়ুবকে (আ:) প্রলুব্ধ করে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানো যায়। সে আইয়ুবের (আ:) মনে ওয়াসওয়াসা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, এবং তাঁকে প্রলুব্ধ করতে চাইল এই বলে যে তিনি চাইলেই জীবনকে নানা ভাবে উপভোগ করতে পারেন। কিন্তু আল্লাহর নবী আইয়ুব (আ:) ছিলেন আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা। শয়তানের ওয়াসওয়াসায় তিনি বিচলিত হননি। আইয়ুবের (আ:) এই আচরণ শয়তানকে আরো ক্রুদ্ধ করে তোলে।

আমরা জেনেছি যে শয়তান আইয়ুবকে (আ:) দুনিয়ার ভোগ বিলাসিতায় প্রলুদ্ধ করতে চেয়ে ব্যর্থ হয়েছিল। তাই সে ক্রুদ্ধ হয়ে আল্লাহর কাছে এসে বলে যে আইয়ুব (আ:) তাঁর একনিষ্ঠ বান্দা নন, বরং তিনি আল্লাহর প্রশংসা করেন কেবল সম্পদ হারানোর ভয়ে। সে এও বলল, “যদি আপনি তাঁর কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেন, তাহলে তাঁর জিহ্বা আর আপনার নাম নিবে না, এবং বন্ধ হয়ে যাবে তাঁর সকল উপাসনা।”

আল্লাহ সর্বজ্ঞ, অবশ্যই তিনি শয়তানকে বিশ্বাস করেননি, কারণ তিনি জানতেন যে আইয়ুব (আ:) তাঁর সবচেয়ে আন্তরিক এবং বিশ্বাসী বান্দাদের একজন, শুধুমাত্র বস্তুগত সম্পদের জন্য তিনি তাঁর প্রভুর উপাসনা করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আইয়ুবকে (আ:) পরীক্ষা করতে সম্মত হলেন তাঁর অনুগত বান্দার পরম আন্তরিকতা শয়তানকে দেখানোর উদ্দেশ্যে। আনন্দিত হয়ে শয়তান আইয়ুবের (আ:) ধন-সম্পদ ধ্বংস করতে রওয়ানা হল।

ধীরে ধীরে আইয়ুবের (আ:) সম্পদ কমতে শুরু করে – তাঁর জমি, পশুসম্পদ, চাকর এবং অর্থ একে একে সব তাঁকে ছেড়ে যেতে থাকে, যতক্ষণ না পর্যন্ত কিছুই অবশিষ্ট না থাকে।

আইয়ুবের (আ:) উপর বিপদ আপতিত হতে দেখে শয়তান খুব খুশি হলো। একজন জ্ঞানী বৃদ্ধের ছদ্মবেশে শয়তান আইয়ুবের (আ:) কাছে এসে বলল, “আপনার তো সব সম্পত্তিই নষ্ট হয়ে গেল, লোকেরা বলাবলি করছে যে আপনি অতিরিক্ত দান খয়রাত করেন, এবং দিনরাত আল্লাহর ইবাদত করে সময় নষ্ট করেন। আবার অনেকে বলাবলি করছে যে, আল্লাহ আপনার শত্রুদের খুশি করার জন্য আপনার উপর বিপদ আপতিত করেছেন। যদি ক্ষতি প্রতিরোধ করার ক্ষমতা থাকত, তবে আল্লাহ অবশ্যই আপনার সম্পদ রক্ষা করতেন।”

আইয়ুব উত্তর দিলেন, “আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। আর আমার কাছে যত ধন-সম্পদ আছে তার সবই আল্লাহর, তাই আমার কাছ থেকে তা ফেরত নেওয়ার সব ক্ষমতা তাঁর আছে।” আইয়ুব (আ:) তখন ঘুরে দাঁড়ালেন এবং আল্লাহর শুকরিয়া ও প্রশংসা করতে থাকলেন।

হতাশ হয়ে শয়তান আল্লাহর কাছে ফিরে আসে এবং বলে, “আমি আইয়ুবের (আ:) সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছি, কিন্তু তিনি এখনও আপনার প্রতি কৃতজ্ঞ, তবে আমি নিশ্চিত যে তিনি তাঁর হতাশা লুকিয়ে রেখেছেন। পিতামাতার আসল পরীক্ষা তো সন্তানদের মাধ্যমে। এই পরীক্ষায় আপনি দেখবেন আইয়ুব কিভাবে আপনাকে প্রত্যাখ্যান করবে।” আল্লাহ জানতেন যে আইয়ুবের (আ:) বিশ্বাস এবং তাঁর প্রভুর প্রতি ভালোবাসা টলবার নয়, কিন্তু তিনি আইয়ুবকে (আ:) আরও পরীক্ষা করতে রাজি হলেন।

সম্পদ হারানোর কিছুদিন পর আইয়ুবের (আ:) সন্তানরা যে ভবনে বাস করত, সেটি বিধ্বস্ত হয়ে তার চৌদ্দটি সুন্দর ফুটফুটে শিশুর মৃত্যু হয়। শয়তান আবারও একজন সহানুভূতিশীল পথিকের ছদ্মবেশে আইয়ুবের (আ:) কাছে এসে মন্তব্য করে, “যেভাবে আপনার সব সন্তানদের মৃত্যু হয়েছে তা সত্যিই দুঃখজনক, নিঃসন্দেহে, আপনার পালনকর্তা আপনাকে আপনার সমস্ত প্রার্থনার যথাযথ প্রতিদান দিচ্ছেন না।”

আইয়ুব উত্তর দিলেন, “যা কিছু কল্যাণকর তা আল্লাহ আমাকে দান করেন, এবং যা তিনি তাঁর এবং আমার জন্য অপছন্দনীয় মনে করেন তা তিনি সরিয়ে নেন। হয়তো এই সন্তানেরা আমার জন্য কঠিন পরীক্ষা হতে পারত, তাই আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। কোনো জিনিস আমার জন্য উপকারী বা ক্ষতিকর হোক না কেন, আমি আমার বিশ্বাসে অটল থাকব এবং আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকব।”

শয়তান আল্লাহর কাছে তড়িঘড়ি করে ফিরে এসে বলল, “হে আমার রব, আইয়ুবের ধন-সম্পদ চলে গেছে, তার সন্তান-সন্ততি মারা গেছে, তবে সে এখনও সুস্থ শরীরে আছে, এবং যতক্ষণ সে সুস্থ থাকবে ততক্ষণ সে তাঁর সম্পদ পুনরুদ্ধারের আশায় এবং আরো সন্তান জন্ম দেওয়ার আশায় আপনার ইবাদত করতে থাকবে। আমাকে তাঁর শরীরের উপর কর্তৃত্ব দান করুন যাতে আমি তা দুর্বল করতে পারি। সে অবশ্যই তখন আপনার উপাসনাকে অবহেলা করবে এবং আপনার অবাধ্য হবে।”

আল্লাহ শয়তানের অনুরোধ মঞ্জুর করলেন কিন্তু নির্দেশ দিলেন, “আমি তোমাকে তাঁর দেহের উপর কর্তৃত্ব দিচ্ছি কিন্তু তাঁর আত্মা, বুদ্ধি বা হৃদয়ের উপর নয়, কারণ এই জায়গাগুলিতে আমার এবং আমার ধর্মের জ্ঞানের বসবাস।”

এরপরই আইয়ুবের (আ:) স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁর শরীর থেকে চামড়া খসে পড়তে থাকে তাঁর পেশী এবং হাড় প্রকাশিত হতে থাকে। কিন্তু আল্লাহ্‌র নির্দেশ অনুযায়ী, তাঁর শরীরে সচল ছিল দুটি অঙ্গ – তাঁর হৃদয় এবং জিহ্বা, যা তিনি আল্লাহর মহিমা প্রকাশের কাজে ব্যবহার করতে লাগলেন। আইয়ুব (আ:) প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি কখনই নিজেকে অভিযোগ করতে দেননি বা আল্লাহর প্রতি তাঁর বিশ্বাসে পিছপা হননি।

শহরের লোকেরা বলাবলি করতে লাগল, “আইয়ুব যদি ভালো মানুষ হতেন, তাহলে আল্লাহ তাঁর সাথে এমনটা করতেন না”। অবশেষে, তারা তাঁকে পরিত্যাগ করে- তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই। যারা আইয়ুবকে (আ:) ভালবাসত এবং সম্মান করত তারাও তাঁকে পরিত্যাগ করে, একমাত্র তাঁর প্রিয়তমা স্ত্রী রাহমা ছাড়া।

আল্লাহর প্রতি নবী আইয়ুবের (আ:) ভালোবাসা

বছরের পর বছর আইয়ুব (আ:) অসহনীয় যন্ত্রণা ভোগ করতে থাকেন, প্রিয়তম স্ত্রী রাহমা ছাড়া কেউ তাঁর পাশে রইল না। রাহমা তাঁর সেবা যত্ন করতে থাকলেন। তাদের কাছে কোন টাকা ছিল না এবং কোন আয়ের উৎসও ছিল না, তাই সংসার চালানোর জন্য তাঁর স্ত্রী একটি কাজ নিলেন। কিন্তু শহরের লোকেরা রহমাকে বেশিদিন কাজে রাখলো না, কারণ তারা আশঙ্কা করেছিল যে তাঁর স্বামীর এই রোগ সংক্রামক। এদিকে আইয়ুব (আ:) আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন যেন তিনি তাঁকে এই যন্ত্রণা ও কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

একদিন শয়তান রহমার সামনে মানুষের রূপ ধরে হাজির হয়ে জিজ্ঞেস করল, “তোমার স্বামী কোথায়?” আইয়ুবের (আ:) প্রায় নিষ্প্রাণ দেহটির দিকে ইঙ্গিত করে রহমা উত্তর দিলেন, “এইখানেই তিনি জীবন ও মৃত্যুর মাঝে দোদুল্যমান।”

শয়তান তখন তাকে সুস্বাস্থ্য, সন্তান ও সম্পদের আনন্দময় দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। বছরের পর বছর কষ্ট সহ্য করে এবং বেদনায় উদ্বেলিত হয়ে রহমা আইয়ুবের (আ:) কাছে এসে কেঁদে কেঁদে বললেন, “হে আইয়ুব, আপনি তো আল্লাহর নবী ও রসূল, আল্লাহর সাথে আপনার নিকটতম সম্পর্ক রয়েছে। আপনি যে যন্ত্রণা এবং ক্ষতির মধ্যে যাচ্ছেন তা থেকে আপনাকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন!”

আইয়ুব (আ:) দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, “শয়তান নিশ্চয়ই তোমাকে কুমন্ত্রণা দিয়েছে এবং অসন্তুষ্ট করেছে। আমাকে বল, আমি কতদিন সুস্বাস্থ্য ও সম্পদ উপভোগ করেছি?” তাঁর স্ত্রী জবাব দিলেন, “আশি বছর বা তারও বেশি।” তিনি উত্তর দিলেন, “আমি কতদিন এভাবে কষ্ট পাচ্ছি?”
তিনি বললেন, “সাত বছর।”
আইয়ুব তখন বললেন, “সেক্ষেত্রে কষ্ট দূর করার জন্য আমার প্রভুকে ডাকতে আমি লজ্জিত, কারণ আমার দুর্ভোগ আমার সুস্বাস্থ্য ও প্রাচুর্যের বছরের চেয়ে বেশি নয়। মনে হচ্ছে তোমার ঈমান দুর্বল হয়ে পড়েছে এবং তুমি আল্লাহর ক্বদরে অসন্তুষ্ট। আমি যদি কখনও আমার স্বাস্থ্য ফিরে পাই, আমি শপথ করছি আমি তোমাকে একশ ঘা দিয়ে শাস্তি দেব! আজ থেকে আমি তোমার হাতের কিছু খাওয়া বা পান করা থেকে নিজেকে বিরত করছি। আমাকে একা ছেড়ে দাও এবং আমার রব আমার সাথে যা চান তাই যেন করেন।”

মরিয়া হয়ে অসহায় অবস্থায় আইয়ুব (আ:) আল্লাহর করুনা ভিক্ষা চাইলেন।

وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٍ وَعَذَابٍ
আর স্মরণ কর আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার রবকে ডেকে বলেছিল, ‘শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে’।
[সূরা সাদ:৪১]

وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
আর স্মরণ কর আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহবান করে বলেছিল, ‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’।
[সূরা আল আম্বিয়া:৮৩]

আল্লাহ তৎক্ষণাৎ আইয়ুবের (আ:) মরিয়া ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন-

ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلٌۢ بَارِدٌ وَشَرَابٌ
[আমি বললাম], ‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর, এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়’।
[সূরা সাদ:৪২]

আইয়ুব (আ:) তৎক্ষণাৎ আল্লাহর হুকুম পালন করলেন। তিনি যখন পা দিয়ে মাটিতে আঘাত করলেন, তখন তার পায়ে ঠান্ডা পানি গড়িয়ে পড়ল। আল্লাহর হুকুম অনুসারে, আইয়ুব (আ:) পানি পান করে তাঁর সমস্ত শরীর ধুয়ে ফেললেন। কিছুক্ষণের মধ্যে, আইয়ুবের (আ:) ফোস্কাগুলি অদৃশ্য হয়ে যায়, তাঁর ত্বক সম্পূর্ণরূপে আগের মত হয়ে যায় এবং তাঁর অভ্যন্তরীণ অঙ্গগুলি কাজ করতে শুরু করে। নিশ্চয়ই আল্লাহর রহমতে আইয়ুব (আ:) সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন!।”

আমরা জেনেছি আইয়ুব (আ:) তাঁর স্ত্রী রাহমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহর ক্বদরে অসহিষ্ণু হওয়ার কারণে। আর এই দিকে আল্লাহ তা’আলা আইয়ুবের (আ:) ডাকে সাড়া দিলেন এবং তাঁকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুললেন। রহমা তার স্বামীর কাছ থেকে বেশি দিন দূরে থাকতে পারলেন না, তিনি বাড়ি ফিরে আসলেন। তিনি বাড়িতে প্রবেশ করলে আইয়ুব (আ:) তাকে অভ্যর্থনা জানালেন, কিন্তু রাহমা তাকে চিনতে পারলেন না।

তিনি জিজ্ঞেস করলেন, “আইয়ুব কোথায়?
আপনি কে?
আপনার চেহারার সাথে তাঁর খুব মিল।”
আইয়ুব (আ:) হেসে উত্তর দিলেন, “এই তো আমি!” আনন্দিত হয়ে তিনি অবিলম্বে তাঁকে আলিঙ্গন করলেন, এবং আল্লাহর রহমতের জন্য শুকরিয়া আদায় করলেন।

আইয়ুব (আ:) স্বাস্থ্য ফিরে পাওয়ার পরে তাঁর স্ত্রীকে একশত ঘা শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি মনে করলেন। তিনি তাঁর প্রিয়তমা স্ত্রীকে কষ্ট দিতে চাননি, এবং আল্লাহর কাছে তাঁর শপথও ভঙ্গ করতে চাননি; তাই পরম প্রজ্ঞাময় আল্লাহ আইয়ুবকে (আ:) নির্দেশ দিলেন, “আপনার হাতে হালকা কিছু ঘাসের গোছা নিন এবং তা দিয়ে আপনার স্ত্রীকে আঘাত করুন এবং আপনার শপথ রক্ষা করুন।”

وَخُذۡ بِيَدِكَ ضِغۡثًا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرًاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُۖ إِنَّهُۥٓ أَوَّابٌ
আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত কর। আর কসম ভংগ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।
[সূরা সাদ:৪৪]

আল্লাহ তখন আইয়ুবের (আ:) সম্পদ ফিরিয়ে দিলেন। আল্লাহ তায়ালা বৃষ্টির মতো সোনার পঙ্গপাল বর্ষণ করলেন যা আইয়ুবের (আ:) চারদিকে ছড়িয়ে পড়ল। আইয়ুব (আ:) যখন সোনার পঙ্গপাল জড়ো করতে লাগলেন, তখন আল্লাহ তাঁকে বললেন, “হে আইয়ুব! আমি কি আপনাকে এত ধনী করিনি যে আপনি যা দেখছেন তার প্রয়োজন হবে না?” আইয়ুব (আ:) উত্তর দিলেন, “হ্যাঁ, আমার প্রভু! কিন্তু আপনার আশীর্বাদ তো আমি এড়িয়ে যেতে পারি না।”

আল্লাহ তাআলা আইয়ুব (আ:) ও রহমাকেও তাদের পরিবারও ফিরিয়ে দিলেন। এই দম্পতিকে তিনি পুনরায় আঠাশটি সুন্দর, এবং সুস্থ সন্তান দিয়ে আশীর্বাদ করলেন – চৌদ্দটি মেয়ে এবং চৌদ্দটি ছেলে

فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرٍّۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةً مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ
তখন আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত দুঃখ-কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার-পরিজন তাকে দিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের মত আরো দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ।
[সূরা আল-আম্বিয়া:৮৪]

আইয়ুবের (আ:) কাহিনী হল প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যের পরীক্ষা। জীবনের সহজ পরিস্থিতিতে এবং সুখের সময় আল্লাহর বিশ্বস্ত বান্দা হওয়া সহজ, কিন্তু জীবনের কঠিন সময়ে তাঁর বিশ্বস্ত বান্দা হওয়া সহজ কথা নয়। জীবনের কঠিনতম পরিস্থিতিতে তাঁর প্রভুর প্রতি আইয়ুবের (আ:) বিশ্বাস এক মুহূর্তের জন্যও টলে নি। আর এই অবিচল বিশ্বাসই তাঁকে করে তোলে অসাধারণ এক সত্তা।

আইয়ুবের (আ:) এ কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই?

অনেক সময় আমরা জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হই। কখনো কখনো একের পর এক সমস্যায় আমরা এমনভাবে জর্জরিত হই যে সুরঙ্গের শেষে এক চিলতে আলোকে নিছক মরীচিকা বলে মনে হয়। তাহলে এই দুঃসময়ের মোকাবেলা আমরা কিভাবে করব? মুসলিম হিসেবে আমাদের জানা উচিত যে এই খারাপ সময়গুলো আমাদের ক্ষণস্থায়ী জীবনেরই অংশ, কাজেই এই কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে ধৈর্য এবং উত্তম আচরণের সাথেই উতরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের পরীক্ষার সময়ে অবিচল থাকার পরামর্শ দিয়েছেন।

وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ
আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন।
[সূরা আল বাকারা:৪৫]

আইয়ুবের (আ:) কাহিনী থেকে আমাদের উপলব্ধি করা উচিত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার উপর ভরসা করে তাদের জন্য কতই না সুখের পরিণাম! জীবনের কঠিন পরিস্থিতিতে কুরআন এবং হাদিসে বর্ণিত নিম্নলিখিত ধাপগুলো আমরা অনুসরণ করতে পারি।

প্রথমে আলহামদুলিল্লাহ বলুন।
“বিপদের প্রথম অবস্থায়ই প্রকৃত সবর।” [বুখারী:১৩০২]
ইস্তেগফারে নিজেকে ব্যস্ত রাখুন।
জীবনে যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখুন এবং তাঁর সম্পর্কে ভালো চিন্তা করুন। আইয়ুব (আ:) তাঁর কঠোর দুর্দশার সময়ও আল্লাহর সম্পর্কে ভালো ধারণা পোষণ করেছেন।

* একমাত্র আল্লাহর কাছেই দু’য়া করুন, কুরআন এবং হাদিসে বর্ণিত দু’য়াগুলো ব্যবহার করুন।

أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’।
[সূরা আল আম্বিয়া:৮৩]

ধৈর্য্য ধারন করুন; আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছ থেকে উত্তর পাওয়ার জন্য আমাদের তাড়াহুড়া করা উচিত নয়। মনে রাখবেন, আল্লাহ, পরম করুণাময়, তিনি আমাদের ভালবাসেন এবং তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।

পাপ থেকে নিজেকে বিরত রাখুন।

জীবনে স্বাচ্ছন্দের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন, এবং তাঁর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখুন।

…..যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন।এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।
[সূরা আত-তালাক: ২-৩]

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture