Writing

আপনার বাগানকে সুশোভিত করুন! পর্ব : ৩

এখন আমরা পবিত্র কুরআনের তৃতীয় সুরা আলি ইমরান এসে পৌঁছেছি। আনাস ইবনে মালিক (রা:) তার সৎ পিতার কাহিনী বর্ণনা করেন। আনাস ইবনে মালিক (রা:) ছিলেন উম্মে সুলাইমের পুত্র এবং তার পিতা ইসলামকে প্রত্যাখ্যান করে এবং অমুসলিম অবস্থায় মারা যায়। তার মা আবু তালহা (রা:) নামে একজন বিখ্যাত সাহাবীকে পুনরায় বিয়ে করেন। সম্পর্কের দিক থেকে আবু তালহা (রা:) আনাস ইবনে মালিকের (রা:) সৎ পিতা

আনাস ইবনে মালিক (রা:) তার সৎ বাবা সম্পর্কে বলেন: তিনি ছিলেন আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এবং সবচেয়ে বেশি সংখ্যক খেজুর গাছের মালিক। আবু তালহার (রা:) সমস্ত মদিনা জুড়ে অনেকগুলো বাগান ছিল। আপনি যদি কখনো মদিনায় গিয়ে থাকেন তবে বিভিন্ন ধরনের খেজুর বাগান দেখতে পাবেন। মসজিদ আল কুবার কাছাকাছি কিছু উত্থিত জমির মালিক তিনি ছিলেন। বিশেষ করে তার সবচেয়ে প্রিয় বাগানটির নাম ছিল বাইরুহা।

বস্তুত বাগানটি ছিল রসুলেরও (ﷺ) খুব প্রিয়। কিন্তু কেন? রাসুলের (ﷺ) মসজিদ – মসজিদ আন-নববীতে, যেখানে ইমাম নামাজ পড়ান ঠিক তার সামনেই ছিল বাইরুহা বাগানটি। এই বাগানে শত শত খেজুর গাছ ছিল। এছাড়াও বাগানটির মধ্যে দিয়ে ঝরণা প্রবাহিত হতো, একটি মরুদ্যানও ছিল সেখানে। বাগানটিতে পানি ছিল, গাছ ছিল, ছায়া ছিল, এবং সেখানে ভালো মানের খেজুর উৎপন্ন হতো।

অনেক সময় রাসুল (ﷺ) এই বাইরুহা বাগানের গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন, কিছু সাহাবা এখানে এসে অজু করতেন, পানি পান করতেন। যদিও বাগানটি ছিল আবু তালহার (রা:) মালিকাধীন, সমগ্র মুসলিম সম্প্রদায় এই বাগান থেকে উপকৃত হয়েছিল।

আল্লাহ সুবহানা তা’য়ালা সূরা আল ইমরান এ বলেছেন –

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ
তোমরা তোমাদের প্রিয়বস্তু খরচ না করা পর্যন্ত কক্ষনো পুণ্য লাভ করবে না, যা কিছু তোমরা খরচ কর-নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব ভালভাবেই অবগত।[৩:৯২]

এখানে الۡبِرَّ (জান্নাত) – পুণ্যবানদের পুরস্কার অর্থে ব্যবহৃত হয়েছে।

আবু তালহা (রা:) এই আয়াতটি শুনে মনে মনে ভাবলেন না যে, আমার তো অনেকগুলো খেজুর বাগানই আছে, এর থেকে যে কোন একটা আমি রাসুলকে (ﷺ) দিতে পারি, মদীনার উপকণ্ঠে যে বাগানগুলো রয়েছে, বা অন্য যেকোনো একটা।

বরং তিনি উঠে দাঁড়িয়ে বললেন: হে আল্লাহর রাসুল (ﷺ), আল্লাহ বলেছেন: তোমরা পুণ্যবানদের প্রতিদান অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভালবাসার বস্তু থেকে দান করবে। তাই আমি ভাবলাম আসলে আমার সবচেয়ে প্রিয় বস্তু কি? আমার সম্পদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো আমার বাগান বাইরুহা।

আবু তালহা (রা:) বলেন: আল্লাহ সুবহানা তা’য়ালার সন্তুষ্টির জন্য আমি আমার এই প্রিয় বাগান বাইরুহা দান করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার এই সম্পদ বিনিয়োগের মাধ্যমে আমি আল্লাহ সুবহানা তা’য়ালার কাছে জান্নাতের প্রত্যাশা করি। তিনি আরো বলেন: হে আল্লাহর রাসুল (ﷺ), বাগানটি আমি আপনাকে দিলাম, আপনি যেভাবে উপযুক্ত মনে করেন, কল্যাণকর মনে করেন, আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ দেন, সেভাবেই বাগানটি ব্যবহার করুন।

রাসুল (ﷺ) বিস্মিত হয়ে বললেন: কি সুন্দর বিনিয়োগ, কি সফল বিনিয়োগ! কিন্তু তারপর তিনি বলেন: আপনি যা বলেছেন তা আমি শুনেছি। তিনি আবু তালহার (রা:) প্রচেষ্টাকে স্বীকৃতি দিলেন, কিন্তু তিনি বলেন: আমার মনে হয় এই বাগানটি আপনার পরিবারের জন্য ব্যয় করাই শ্রেয়, আপনি এটি আপনার পরিবারের সদস্যদের দিয়ে দিন।

আমরা দেখতে পাই যে, রাসুল (ﷺ) কিছু সাহাবীকে তাদের সবকিছু দান করার অনুমতি দিতেন, কিন্তু তিনি চাইতেন না তাঁর সাহাবীরা দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করুক, বা পরবর্তীতে তাদের সিদ্ধান্তের জন্য অনুশোচনা করুক। তাই তিনি আবু তালহাকে (রা:) বললেন: আপনি বাগানটি দান করতে পারেন, তবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে। এটা রাসুলের (ﷺ) প্রজ্ঞা এবং মহানুভবতা যে বাগানটি তিনি সম্পূর্ণ অপরিচিতদের মধ্যে দান না করতে বলে, আবু তালহার (রা:) পরিবারের সদস্য এবং স্বজাতির মধ্যে তা দান করতে বললেন। এবং তিনি তাকে আশ্বস্ত করলেন যে পরিবারের সদস্যদের মধ্যে দান করলেও তিনি এর সওয়াব পাবেন।

আবু তালহা (রা:) বলেন: আমি তাই করব হে আল্লাহর রাসুল (ﷺ)। তাই তিনি বাগানটি তার পরিবারের সদস্য এবং তার চাচাতো ভাইদের মধ্যে ভাগ করে দিলেন। আমরা দেখতে পাই রমজান মাসে অনেক ফান্ডরেইজিং এর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করার জন্য আহবান জানানো হচ্ছে। কিন্তু এরকম অনুষ্ঠান ছাড়াও আপনি যখনই সুযোগ পান তখনই দান করুন, এবং আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ থেকে দান করুন, কারণ রাসুল (ﷺ) বলেছেন: الصدقه برهنه – আপনার সাদাকাই আপনার বিশ্বাসের প্রমাণ।

আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সেই দানশীল মনোভাব দান করেন যাতে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি এবং এর সওয়াব অর্জন করতে পারি ইন শা আল্লাহ। আল্লাহুম্মা আমীন!

আপনার বাগানকে সুশোভিত করুন!
পর্ব : ৩
কুরআনের মানুষ

মূল: ড. ওমর সুলাইমান
অনুবাদ: ফাহমিনা হাসানাত

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture