Q/AScholar BanglaSheikh Ahmad Ullah

খেলায় মুসলিম দলকে সাপোর্ট করলে সওয়াব হবে কি

অনেককে আন্তর্জাতিক পর্যায়ে খেলায় মুসলিম দেশকে সমর্থন করে, মুসলিম দেশ হওয়ার কারণে। যেমন ক্রিকেটে ভারতকে সমর্থন করেনা পাকিস্তানকে সমর্থন করে, ফুটবলে আরব আমিরাতকে সমর্থন করেন এটাকি উম্মাহর প্রেম হিসেবে বিবেচিত হবে।

খুব কঠিন এবং জটিল একটি প্রশ্ন করেছেন। খেলাধুলা যে খেলাধুলা আজ আমরা দেখতে পাচ্ছি সেটি বিশ্বকাপ ফুটবল বলেন, বিশ্বকাপ ক্রিকেট বলেন অথবা বিশ্বকাপ ছাড়া সাধারন যে খেলাধুলার আসরগুলোর কথা বলেন। এই খেলাধুলো গুলো সচরাচর এগুলোর সাথে দ্বীন এর কোন সম্পর্ক নেই। বরং এগুলোর সাথে বহু হারামের সংশ্লেষ আছে, যেগুলো ছাড়াই খেলাধুলার আয়োজন করা সম্ভব হয় না বা এগুলো ছাড়া খেলাধুলো কে কল্পনা করা যায় না। সতর মুক্ত করা, সতর প্রদর্শন করা। নারী-পুরুষের অবাধ মেলামেশা করা, মিউজিকাল ইন্সট্রুমেন্ট এবং মিউজিক এর ব্যবহার সেখানে থাকা। সেখানে জুয়ার নানা আয়োজন এটাকে ঘিরে হওয়া। এগুলো অবশ্যম্ভাবী এবং অঙ্গাঅঙ্গিভাবে একটির সাথে আরেকটি জড়িত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture