Writing

শেষ বিচারের দিন

ভূমিকা

ارتحلت الدنيا مدبرة، وارتحلت الآخرة مقبلة، ولكل واحدةٍ منهما بنون، فكونوا من أبناء الآخرة، ولا تكونوا من أبناء الدنيا، فإن اليوم عمل ولا حساب وغدًا حساب ولا عمل

আলী ইবনে আবী তালিব (রা:) বলেছেন, ‘দুনিয়ার জীবন দ্রুত বিদায় নিচ্ছে, এবং আখিরাতের জীবন সহসা এগিয়ে আসছে। এদের প্রত্যেকের সন্তান রয়েছে, কাজেই পরকালের সন্তান হোন, দুনিয়ার নয়। আজকে হিসাব ছাড়াই কাজ করে যাচ্ছেন, কালকে হিসাব হবে কিন্তু কাজ করার সুযোগ থাকবে না।’

আন্তরিকতার সাথে করে থাকলে অনু পরিমান ভালো কাজও সেদিন গৃহীত হবে। এই পৃথিবীর সোনাদানা সেদিন কোন কাজে আসবে না। বিচার দিবসের প্রতিটি মুহূর্ত – কবর থেকে উত্থিত হওয়া থেকে হাশরের ময়দানে জনসমাবেশে আপনার অংশগ্রহণে, যখন আপনাকে আপনার রবের কাছে জবাবদিহি করার জন্য আনা হবে, যখন আপনার আমলকে মাপকাঠিতে ওজন করা হবে, যখন আপনি পুলসিরাত অতিক্রম করবেন, তখন স্বর্গের দরজায় আপনার প্রত্যাশিত আগমনের জন্য আপনার পাঠানো নেক আমল গুলোই কাজে আসবে।

সেই আমলগুলি আপনাকে সেদিন আপনার হাত ধরে নিয়ে যাবে এবং আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার পা দুটিকে স্থির রাখবে, এবং আপনাকে জ্বলন্ত উত্তাপ থেকে ছায়া দেবে, অন্ধকারে আপনার পথ আলোকিত করবে, এবং আপনাকে অনন্ত আনন্দের আবাসের দিকে পরিচালিত করবে। তাই বিচারের দিন কখন হবে তা আপনার রবকে জিজ্ঞেস না করে বরং নিজেকে প্রশ্ন করুন এর জন্য আপনি কি আমল প্রস্তুত করেছেন।

শেষ বিচারের দিন
মূল : ড. ওমর সুলাইমান
অনুবাদ : ফাহমিনা হাসানাত

লিখেছেন

ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture