Q/A

পিরিয়ড শেষ হওয়ার ৩দিন পর আবার রক্তপাত শুরু হলে করণীয়

আমার পিরিয়ড শেষ হওয়ার পর আমি রোজা রাখতে শুরু করি তিন দিন রোজা রাখার পর আবার পিরিয়ড শুরু হলে আমার কী করা উচিত?
শরীয়াহ অনুযায়ী হায়েজের সর্বনিম্ন মেয়াদ তিন দিন এবং সর্বোচ্চ দশ দিন। এই ক্ষেত্রে, বেশিরভাগ মহিলাদের সাধারণত একটি নির্দিষ্ট সময়কাল থাকে। পাঁচ দিন, সাত দিন বা আট দিন ইত্যাদি যদি ওই দিনগুলোতে এক বা দুই ফোঁটা করেও রক্তপাত হয় (রক্তের রং যাই হোক) তাহলে তা হায়েজ বলে গণ্য হবে।

তাহলে সে সময় নামায ও রোযা রাখবে না। অনুরূপভাবে কখনো যদি তার নিজস্ব হায়েজের মেয়াদকাল অতিক্রান্ত হওয়ার পরও দশদিনের মধ্যে কোনো রক্তপাত দেখা যায় তাহলে সেটাও হায়েজ হিসেবে গণ্য হবে এবং ধরে নিতে হবে যে তার নিজস্ব মেয়াদকাল পরিবর্তণ হচ্ছে। তাই এ অবস্থায় দশ দিনের মধ্যে নামায ও রোজা রাখবে না।

হাদীস শরীফে এসেছে

عن ابی امامة الباھلی قال قال رسول اللہ ۖ لایکون الحیض للجاریة والثیب الذی قد ایئست من الحیض اقل من ثلاثة ایام ولا اکثر من عشرة ایام فاذا رأت الدم فوق عشرة ایام فھی مستحاضة فمازاد علی ایام اقرائھا قضت ودم الحیض اسود خائر تعلوہ حمرة ودم المستحاضة اصفر رقیق (دار قطنی ، نمبر ٨٣٤)

অন্যত্রে এসেছে

( ٢)عن واثلة بن الاسقع قال قال رسول اللہ ۖ اقل الحیض ثلاثة ایام و اکثرہ عشرة ایام ۔(دار قطنی، کتاب الحیض ، ج اول ،ص ٢٢٥ ٨٣٦)

যার সারমর্ম হল হায়েজের (মাসিকের) সর্বনিম্ন মেয়াদ তিন দিন, সর্বোচ্চ দশ দিন। আর যদি ১০ দিনের বেশি রক্ত আসে তাহলে ১০ দিনের পরের নামাজ আদায় করতে হবে।

তবে যদি মনে হয় যে দশ দিন আগে রক্তপাত বন্ধ হয়ে গেছে এবং ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, তাহলে দ্রুত ফরয গোসল করে নামাজ ও রোজা শুরু করতে হবে।

যদি মাসিক বা হায়েজ দশ দিন পর বন্ধ হয়ে গেলে পরবর্তী রক্তপাত ইস্তেহাজা বলে গণ্য হবে। এমতাবস্থায় নামাজ ও রোজা করতে হবে। কিন্তু দশ দিন আগে বন্ধ থাকলে বন্ধের দিন থেকে পরের তিন দিন যোগ করলে কি দশ দিন পূর্ণ হয়?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নতুন ব্লিডিং ইস্তেহাজা বলে গণ্য হবে।

আর যদি মাসিকের ব্লিডিং হয় এবং মাসিকের তিন দিন সাথে যোগ করে দশ দিনের কম হয়, তাহলে দশম দিন পূর্ণ হওয়া পর্যন্ত যতগুলো দিন আছে সেগুলো হায়েজ হিসেবে গণ্য হবে। পরবর্তী দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য হবে।

والله اعلم بالصواب

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture