Writing

হযরত মুহাম্মদ সাঃ এর মেয়ে কত জন

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ০৪ জন মেয়ে ছিলেন। তাঁর মেয়েদের নামের তালিকা অর্থসহ এবং জন্মসাল ও মৃত্যুসন নিচে তুলে ধরা হলোঃ

জয়নাব (Zainab)

জয়নাব (Zainab) অর্থ= একটি সুগন্ধি ফুল।

পূর্ণ নাম : জয়নব বিনতে মুহাম্মদ (Zainab Bint Muhammad) । তিনি রাসূল (সাঃ) ও খাদিজা কোবরা (রাঃ) এর জ্যেষ্ঠ কন্যা সন্তান। তিনি মা খাদিজা (রাঃ) বিবাহের ৫ম বছরের মধ্যে জন্ম গ্রহণ করেন এবং ৩০ বছর বয়সে ৮ম হিজরিতে মৃত্যুবরণ করেন।

রুকাইয়াহ (Ruqayyah)

রুকাইয়াহ ( Ruqayyah) অর্থ= উন্নতশীলা।
পূর্ণ নাম : রুকাইয়া বিনতে মুহাম্মদ (Ruqayyah Bint Muhammad) তিনি ছিলেন মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কোবরা (রাঃ) এর মেয়ে। তিনি রাসূল (সাঃ) এর নবুয়ত লাভের ৭ বছর আগে মক্কাতে জন্ম গ্রহণ করেন।

উম্মে কুলসুম (Umme Kulsum)

উম্মে কুলসুম (Umme Kulsum) অর্থ= স্বাস্থ্যবানের মা।

পূর্ণ নাম : উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ (Umme Kulsum Bint Muhammad) । উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ (সাঃ) ও স্ত্রী খাদিজা কোবরা (রাঃ) এর তৃতীয় কন্যা

ফাতিমাহ ( Fatimah)

ফাতিমাহ ( Fatimah) অর্থ= দুধ ছাড়ানো শিশুর মা

পূর্ণ নাম : সৈয়দা ফাতিমাহ বিনতে মুহাম্মদ (Fatimah Bint Muhammad) । তিনি ছিলেন মুহাম্মদ (সাঃ) ও রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজার কন্যা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture