Sheikh Abul Kalam AzadZuma's khutba
আরাফার দিনের তাৎপর্য

ও আমার ফেরেশতারা তাকাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সাড়া দিচ্ছে। আমি দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছি, সবার প্রথম দাওয়াত ছিল, দায়িত্ব ছিল তাওহীদের ঘোষণা। সব গুলা মানুষ আরাফার ময়দানে, ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন ভাষা বাসি, ভিন্ন ভিন্ন চামড়ার বর্ণ, কিন্তু সবার মুখে একটা ঘোষণা,
লা শারিক কালাক
ও আল্লাহ তোমার কোন শরীক নাই।
তোমার কোন শরীক নাই এই কথাটা মানুষকে বুঝানোর জন্য, শিখানোর জন্য আমি নবী রাসুল পাঠিয়েছি।