Q/A

মোবাইলে কুরআন অ্যাপ বা পিডিএফ থাকা সময় কি টয়লেটে প্রবেশ করা যাবে কি

যাবে, কারণ এটি স্পর্শযোগ্য নয়। এ যেন হাফেযের হৃদয়ে কুরআন থাকার মত অবস্থা। কিন্তু হাফেজদের জন্য টয়লেটে যাওয়া নিষিদ্ধ নয়। তাছাড়া মোবাইল ফোনে কুরআনের কোনো আয়াত লেখা থাকলে তা পকেটে রাখতে হবে, যেমন- মোবাইলের ওয়ালপেপারে কোরআনের কোন আয়াত বা সামনে কোন আয়াত থাকলে তাহলে পকেটে রাখতে হবে।

–উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১০৯

যেমন পায়খানারত অবস্থায় বা টয়লেটে গিয়ে কুরআন তিলাওয়াত করা যাবে না। অনুরূপভাবে টয়লেটে বসে মোবাইলে কুরআন শরীফ খোলাও যাবে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture