Q/A

বিনা অনুমতিতে কারো ওয়াই-ফাই ইউজ করার বিধান কী

অনুমতি ব্যতীত কারো ওয়াই-ফাই ইউজ করার বিধান কী? যদিও এখানে খুব একটা হক নষ্ট হয় না।
এর সোজাসাপ্টা উত্তর হলো, একদম না। বিনা অনুমতিতে অন্যের ওয়াই-ফাই ব্যবহার করাও প্রতারণার শামিল। একে চুরিও বলা যেতে পারে। চুরি করা মুমিনের কাজ নয়। রাসুল (সা.) ইরশাদ করেছেন, কোনো চোর (পূর্ণাঙ্গ) মুমিন থাকাবস্থায় চুরি করে না।
(মুসলিম, হাদিস : ১০৬)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেদিন আসার পূর্বে, যে দিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সত্কর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার কাছ থেকে নেওয়া হবে আর তার কোনো সত্কর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার ওপর চাপিয়ে দেওয়া হবে।
(বুখারি, হাদিস : ২৪৪)

তা ছাড়া চুরি করে ওয়াই-ফাই ব্যবহার করার দ্বারা ওয়াই-ফাই জোনের মালিকের হক নষ্ট করা হয়। তার অনুমতি ছাড়া এই হক থেকে অন্য কেউ উপকৃত হওয়ার অবকাশ নেই বিনা অনুমতিতে ওয়াই-ফাই ব্যবহার করাকে আমরা হালকা বিষয় ভাবলেও তা মূলত হালকা নয়। তাই এ বিষয়ে সচেতন হওয়া উচিত। যার হক নষ্ট করা হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

লিখেছেন

Picture of আমির হামজা সিদ্দিক​

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture