Dua
এমন কিছু করেন যার জন্য মোনাজাতে কেউ হু হু করে কাঁদছে
আপনি দুনিয়াতে নাই। আপনার জন্য মোনাজাতে কেউ হু হু করে কাঁদছে! তাহাজ্জুদে দু’আ করছে। এরকম চক্ষু শীতল করা দৃশ্যটার জন্য হলেও চলুন কিছু একটা করে যাই… এমন কিছু যার জন্য মানুষ দু’আ করবে, কাঁদবে, মনে রাখবে, আপনার লিগ্যাসি ধরে রাখবে।
“কী করবেন” না বুঝলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পঠিত দু’আটা পড়তে পারেন ইনশাআল্লাহ।
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ
উচ্চারণ : ‘রাব্বি হাবলি হুকমাও ওয়া আলহিক্বনি বিস-সালিহিন।’
অর্থ : ‘হে আমার রব! আমাকে সুগভীর জ্ঞান দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সঙ্গে শামিল করুন।’
(সুরা শুআরা : ৮৩)
وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ
উচ্চারণ : ‘ওয়াজআললি লিসানা সিদকিং ফিল আখিরিন।’
অর্থ : ‘আর পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন।’
(সুরা শুআরা : ৮৪)