Q/A

১২ রমাযানের রাতে দ্রুত বিয়ের জন্য ১টি পরী‌ক্ষিত আমল

এটি এক‌টি পরী‌ক্ষিত আমল। বহু বছর থেকে এ আমল‌টি জামেয়া দারুল উলূম কার‌চি’র সাবেক শাইখুল হাদীস ও সদর মুফতী রফী উসমানী রহ. এর পক্ষ হতে প্রচা‌রিত। আরও অনেক বুযুর্গদের এটি মুজাররাব। অগ‌ণিত মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন। যেসব অ‌ভিভাবক অ‌বিবা‌হিত ছেলে মেয়েদের বিবাহ নিয়ে দু‌শ্চিন্তায় আছেন, তারা আমল‌টি করতে পারেন। বিবাহ উপযুক্ত ছেলে মেয়েরাও নিজেদের জন্য এটি করতে পারেন। শরীয়তের বিধান তথা ফরজ ওয়া‌জিব সুন্নাত মনে না করে স্রেফ বুুযুর্গদের মুজাররাব আমল হিসাবে করতে কোনো অসু‌বিধা নেই। ইনশাআল্লাহ, দ্রুত সুফল লাভ করবেন।

এ আমল‌টি ১১ রমাযান দিবাগত রাতে তথা ১২ তা‌রি‌খের তারাবীহের পরে অথবা শেষরাতে তাহাজ্জুদের সময় করতে হবে।

আম‌লের নিয়ম :

১] প্রথমে ১০১বার দরূদ শরীফ পড়বে।
২] এরপর ১২রাকাআত নফল নামায পড়বে, দুই দুই রাকাআত করে। প্রত্যেক রাকাআতে সুরা ফাতেহার পর ১২বার সুরা ফীল পড়বে।
৩] নামায শেষে পুনরায় ১০১বার দরূদে ইবরাহীমী পড়বে।
৪] এরপর নবী‌জির (সা.) এর প্রতি আম‌লটির ঈসালে সওয়াব করবে।
৫] বিয়ের জন্য কিছুক্ষণ দুআ ক‌রার পর কোনো কথাবার্তা না বলে ঘু‌মিয়ে পড়বে।

নোট : দারুল উলূম করা‌চির দারুত তাসনী‌ফের সদস্য মাওলানা মাহমূদ হাসান হা‌ফি. এর মাধ্যমে আম‌লটির সনদ নি‌শ্চিত করা হয়েছে।

লিখেছেন

‌শিক্ষকতা, দাওয়াহ, লেখা‌লে‌খি, সস্পাদনা, খুতবা প্রদান

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture