Q/A

মেয়েরা কি কবর জিয়ারত করতে পারবে

কতক উলামাদের মতে নারীদের কবর যিয়ারতের অনুমতি নেই। কারণ, এক হাদীসে আবু হুরায়রা রা. বলেন-
أن رسول الله صلى الله عليه وسلم لعن زوارات القبور
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারীনি নারীদের উপর অভিসম্পাত করেছেন। -মুসনাদে আহমাদ, হাদীস ৮৪৪৯; জামে তিরমিযী, হাদীস ১০৫৬

নারীদের নিষেধ করার তাৎপর্য এই যে, ইলম ও সবরের স্বল্পতার কারণে তারা ওখানে গিয়ে অস্থিরতা, কান্নাকাটি এবং বিদআত ও গায়রে শরয়ী আচরণ থেকে অনেক ক্ষেত্রেই বিরত থাকতে পারে না। যেহেতু তাদের ওখানে যাওয়ায় ফিতনার আশঙ্কাই প্রবল তাই তাদেরকে বিশেষভাবে নিষেধ করে দেওয়া হয়েছে।

আবার কোন কোন উলামায়ে কেরাম মহিলাদের জন্য কিছু শর্তসাপেক্ষে কবর যিয়ারত করাকে জায়েয বলেছেন। তবে নিয়মিত কবরস্থানে না যাওয়াই উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
كنت نهيتكم عن زيارة القبور، فزوروها، فإنها تزهد في الدنيا وتذكر الآخرة
আমি তোমাদের কবর-যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করতে পার। কারণ তা দুনিয়ার মোহ দূর করে এবং আখিরাতকে মনে করিয়ে দেয়। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৫৭১

সুতরাং কখনো কোন নারী কবর যিয়ারতে গেলে নিম্নোক্ত শর্তাদির প্রতি খেয়াল রাখবে।
১. কবরস্থানে গিয়ে কান্নাকাটি, বিলাপ ইত্যাদি করতে পারবে না।
২. পূর্ণ পর্দার সাথে বের হতে হবে।
৩. যাতায়াত নিরাপদ হতে হবে। কোনো প্রকারের গুনাহে পড়ে যাওয়ার আশংকা থাকলে যাবে না।

আল্লাহ তায়ালা সর্বজ্ঞ।
-আলবাহরুর রায়েক ২/১৯৫; রদ্দুল মুহতার ২/২৪২

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture