Mahmudul Hasan MadaniScholar Bangla
মোবাইলে নাটক, গান, সিনেমা দেখা কি জায়েজ ?

আমার বন্ধুরা প্রায় সময়ই মোবাইলে তারা নাটক দেখে, গান শুনে, সিনেমা দেখে প্রায় সময়, তো আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি, তারা আমার কথা শুনেনা, তারা অহরহ এই গান বাজনা সিনেমা মোবাইলে দেখেই যাচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে মোবাইলে এই নাটক, সিনেমা, গান বাজনা দেখা এটা শরিয়তের দৃষ্টিতে এটা কোন পর্যায়ের অপরাধ এবং এটার শাস্তি কি হতে পারে ?