Writing
		
	
	
আর রহমান ১১বার পড়লে মনের আশা পূর্ণ হয়
						সূরা আর রহমান ১১বার পড়লে মনের আশা পূর্ণ হয়। এই টা কি সঠিক?
সূরা আর রহমান ১১ বার পড়লে মনের আশা পূরণ হবে, এই মর্মে কোনো সহিহ এবং নির্ভরযোগ্য হাদীস পাওয়া যায় না। তবে আল্লাহ তা’য়ালা চাইলে কুরআনে পাকের সূরা তিলাওয়াতের বরকতে আপনার মনের নেক আশা কবুল করে নিতে পারেন, তাই বেশি বেশি আর রহমান, ইয়াসিন, মুলক সূরা পাঠ করবেন।
উত্তর প্রদানে
Mufti Moinuddin Mollik
				
					






