আমার স্ত্রীর সৎ মা আছে। আমার স্ত্রীর সৎমার ভাইয়েরা কি আমার স্ত্রীর মাহরাম?না, তারা মাহরাম নয়। সুতরাং তাদের সামনে আপনার স্ত্রীর পর্দা করা ফরজ।