সুন্দর মৃত্যু

তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ ফকিহ ও স্পষ্টবাদী আলিম। জীবনে চল্লিশ বার হজ্ব করেন। এক এক করে রাসূল (সা.) এর পঞ্চাশ জন সাহাবীর কাছ থেকে ইলম অর্জন করেন। সাক্ষাৎ লাভ করেন আরো অগণিত সাহাবীর। তিনি শেষবার যখন হজ্ব করতে গেলেন, মুজদালিফায় মাগরিব ও এশার সালাত আদায় করে শুয়ে পড়লেন, মৃত্যু এসে গেলো। তিনি তার প্রিয় রব্বের কাছ পৌঁছে গেলেন হজ্বের ইহরাম পরিহিত অবস্থায়। চারপাশে মুখরিত তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কলরবে। সদ্য ভূমিষ্ট শিশুর মতো পাপ মুক্ত হয়ে তিনি চলে গেলেন দুনিয়া ছেড়ে।

সুবহে সাদিকের সূর্য উদিত হলো। মানুষের ভীড় ঠেলে তার মৃতদেহ বের করা সম্ভব হলো না। মক্কার গভর্নর বাধ্য হয়ে সেনাবাহিনী তলব করলেন। তারপর মৃতদেহ বের করে গোসল দেয়া হলো। তার জানাজা অনুষ্ঠিত হলো। জানাজায় এত মানুষ হয়েছিলো যে, বলা হয়ে থাকে যাদের গণনা করা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না।

আহ! কত সুন্দর জীবন! কত সুন্দর মৃত্যু! ভীষণ ঈর্ষা হয় এই মহান মানুষদের। জানেন এই মানুষটা কে?
তার জীবন মৃত্যুর মত নামটি ও বড্ড সুন্দর।
তাউস ইবনু কায়সান

আয় আল্লাহ! আমাদের সবাইকে আপনি ঈমানের সাথে সুন্দর মৃত্যু দান করুন।

লিখেছেন

আব্দুল্লাহ ইয়াছিন শরীফী

জানি জীবন ক্ষীণায়ু, তারপর ও লিখতে ভালোবাসি খুব।
কিছু রেখে যেতে চাই, যাতে আমায় না ভুলে এ পৃথিবী।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

জানি জীবন ক্ষীণায়ু, তারপর ও
লিখতে ভালোবাসি খুব।
কিছু রেখে যেতে চাই,
যাতে আমায় না ভুলে এ পৃথিবী।

Exit mobile version