স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাক দেওয়া যাবে কি

এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম। এ থেকে কি আমার তালাক হয়ে গেছে?
দুই তালাক না এক তালাক দিছেন আমি জানিনা। যাই হোক এক বা দুই দুটেই বোঝা যাচ্ছে। যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেয়ার নিয়তে বলি নাই। তাকে ভয় দেখাইতে বলছি। এটা বললে তালাক অকার্যকর থাকবে না। তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ
তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোন উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে।1
এর মধ্যে একটা হলো বিবাহ, আরেকটা হল তালাক।
এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টামি করে বললেও হয়ে যাবে, আবার সত্যি সত্যি বললে হয়ে যাবে, এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে, ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না, তালাক দিবেন ভয় দেখানোর জন্য আর বহু জিনিস আছে, আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন, বুকে ছুরি মেরে দিছেন, কেন ভয় দেখানোর জন্য।
কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে?
যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই। ভয় দেখানোর জন্য মারছিলাম। এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে?
তালাকটা এরকম। অনেকেই তালাক সম্পর্কে জানেন না। এজন্য আমি অনুরোধ করি যারা বিয়ে শাদী করেন নাই। বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন। তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেরটা নিজে টের পাবেন না। এবার আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না। ইদ্দতের মধ্যে থাকলে ওটা আবার ফেরত নেয়ার সুযোগ থাকে। আর যদি ইদ্দত পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আদ্য করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে। যদি তালাক তিনটা না হয়।
এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল। বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন। যদি এরপরে আর কোন তালাক না দিয়ে থাকেন। আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক।