স্বামী মারা গেলে কি স্ত্রী স্বামীকে দেখতে পারবে

স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে। তবে গোসল দিতে পারবে না। অন্য কোন মহিলা দিয়ে গোসল করাবে।
তবে স্বামী মারা গেলে তার স্ত্রী তাকে যেমন দেখতেও পারবে, তেমনি গোসলও দিতে পারবে।
ফতওয়ার কিতাবের আরবী ইবাদত।
(ويمنع زوجها من غسلها ومسها لا من النظر إليها على الأصح) منية. الخ (وهي لا تمنع من ذلك) (الدر المختار مع رد المحتار، كتاب الصلاة، باب الجنائز-3/90)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version