Writing

সালাত সংক্রান্ত ৪ টি মাস্ট রিড বই

সালাত সংক্রান্ত ৪ টি মাস্ট রিড বই

সালাতঃ নাবীজীর ﷺ শেষ আদেশ

মাত্র ৭৮ পৃষ্ঠার একটি বই যে একটা মাইলফলক হতে পারে, এই বইটি তার প্রমাণ। যারা একেবারেই সালাত আদায় করে না বা করলেও দুই তিন ওয়াক্ত, বাকিটুকুর আর খবর নেই,, এই বইটি মূলত তাদের জন্য।
আসলে বইটি তিন ধরনের পাঠকের জন্য মাস্টরিড –

১। সদ্য দ্বীনে ফেরত কেউ যিনি সালাতে গাফেল
২। এমন কেউ যিনি অন্যদের সালাতের দাওয়াত দিয়ে নিজের আমলনামা ভারী করতে প্রচন্ড ইচ্ছুক।
৩। জীবনে কখনো না কখনো যার মনে হয়েছে, আচ্ছা আমি সালাত আদায় করি কেন? এর ফাজিলত টা আসলে কি?
এর বই অধ্যয়নের একটা অতিরিক্ত ফায়দাও আছে। আপনি যখন জানতে পারবেন যে কেন সালাত করছেন, কার জন্য সালাত আদায় করছেন। এই ব্যাপারটা আপনাকে সালাতের নতুন একটা স্বাদ এনে দেবে। যে স্বাদের জন্য আমরা অনেকেই হয়তো দীর্ঘদিন থেকে প্রতীক্ষায় আছি।

ফজর আর করবো না কাযা

আপনি যখন পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারবেন উপরের বইটি পড়ে এবং চেষ্টা করবেন সব ওয়াক্তের সালাতেই নিয়মিত হওয়ার। সবচেয়ে কঠিন যে বাঁধাটা অনুভব করবেন তা হলো ফজরের সালাত! বাকি চার ওয়াক্তের চেয়েও বেশি কষ্ট এই এক ওয়াক্তে। এই মাত্র এক ওয়াক্তের সালাতে নিয়মিত হতে নিজের দৈনন্দিন জীবনকে ভেঙেচুরে একদম নতুন করে সাজাতে হয়। এতো কঠিন একটা যাত্রায় উত্তম বন্ধুর ভূমিকা পালন করে ‘ফজর আর করবো না কাযা’ বইটি। আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন মাত্র এক ওয়াক্ত সালাতের গুরুত্ব ঠিক কতটা !

খুশু খুযু

ধরে নিলাম, আপনি আল্লহর অশেষ মেহেরবানিতে এখন পাঁচ ওয়াক্ত সালাতেই নিয়মিত, আলহামদুলিল্লাহ। প্রথম কিছুদিন দেখবেন কি স্বাদ! কিন্তু তারপর ই কেমন যেন মন উঠে যাবে৷ কিছুতেই সালাতে মনোযোগ রাখা সম্ভব হয়ে উঠবে না। এ যে কি কষ্ট! ইমাম ইবনুল কাইয়্যিম রহিঃ এর লেখা খুশুখুযু বইটি তখন আপনার জন্য মাস্টরিড। সালাতের প্রতিটি রোকন যে সতন্ত্রভাবে কি অভূতপূর্ব স্বাদ দিতে পারে সেটা বোধহয় কেবল এই বই পড়েই জানা যায়!

কিয়ামুল লাইল

শাইখ মুসা জিবরিল হাফিঃ এর লেখা ছোট্ট একটি পুস্তিকা এটি। পৃষ্ঠা সংখ্যা বললে বুঝতে পারবেন ঠিক কতটা ছোট। মাত্র ২৯ পৃষ্ঠা! আর পুস্তিকাটা পড়লে বুঝতে পারবেন ঠিক কতটা অসাধারণ! এই পুস্তিকাটি মাস্ট রিড করার পেছনের একটা কারণ হলো ফরয ইবাদাতে নিয়মিত হওয়ার পর শুধু ওই ফরয সালাতেই আটকে থাকা একটা অনেক বড় ভুল। খেয়াল করলে দেখবেন, আপনি যদি নফল ও ফরয দুটোতেই মনোযোগী থাকেন। প্রচন্ড প্রতিকূল হালাতে আপনার সর্বোচ্চ নফল কিংবা সুন্নাত টুকু ছুটতে পারে। কিন্তু যদি আপনি শুধু ফরয এ আটকে থাকেন। প্রতিকূলতার ঝড় আপনার সেই একমাত্র ফরযেই আঘাত হানবে।
কোনো আগ্রহী পাঠক চাইলে সুইটহার্ট কুরআন বইয়ের কিয়ামুল লাইল অধ্যায় টাও পড়তে পারেন এইক্ষেত্রে৷ দারুণ একটা অধ্যায় আলহামদুলিল্লাহ।

এই বইগুলোর অধ্যয়নের চেয়েও আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। সেটা হলো সালাতে প্রয়োজনীয় সকল সূরা, দো’আ সহীহ শুদ্ধ ভাবে শিখে নেওয়া। কেননা সালাতে কোনো হরফ উচ্চারণের সময়ে, সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্চারিরিত হয়ে গেলে এবং এতে অর্থ পরিবর্তন হয়ে গেলে সালাত ফাসিদ হয়ে যাবে। প্রসঙ্গত সালত ফাসিদ হওয়ার অর্থ হল, কোনো ফরয তরক হওয়ার কারণে সালাত অনর্থক হয়ে যাওয়া। যা আবার পুনরায় আদায় করা আবশ্যক।(সালাতে প্রয়োজনীয় সকল দো’আ সহীহ উচ্চারণে একত্রিত করা আছে এমন একটি লিংক দেবো ইন শা আল্লহ।)

এবার আসি আসল কথায়। এটা কোনো বুক রিভিউ পোস্ট না। এমন কেউ যিনি হয়তো জানেন ই না কোথা থেকে শুরু করবো, কিভাবে শুরু করবো হয়তো শুধু তাঁর জন্য-ই এই পোস্ট। আরেকটা ব্যাপার হলো বইগুলো খুবই সাবলীল ভাষায় লেখা। কাজেই বই পড়ুয়া কেউ হোক বা না হোক, এই ক্ষেত্রে তিনি বিরক্ত হবেন না বলেই বোধ হয়।

আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু একবার পড়ে ভুলে যাওয়ার জন্য না। স্টেপ বাই স্টেপ একটা করে বই পড়ে আমল এ অভ্যস্ত হয়ে পরবর্তী বই শুরু করাটাই আবশ্যক।

লিখেছেন

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture