Writing

রামাদান অফার

আমরা যারা সারা বছরে প্রতিদিন বিশ-ত্রিশ রাকাত নফল পড়তে পারি না তাদের জন্য ‘মাহে রামাদান’ বিশেষ এক অফার নিয়ে এসেছে সারা বছরের সেই ঘাটতি পূরন করার জন্যে।

রামাদান মানেই বোনাস। সত্যিই, রামাদান মুমিনের জন্য এক অনন্য অনুদান। আপনি চাইলেই আপনার জীবনের প্রতিদিনের খাতায় বিশ-ত্রিশ রাকাত নফলের সাওয়াব যুক্ত করতে পারেন এই রামাদানকে কেন্দ্র করে।

সেটা কীভাবে?
ধরেন, আপনি রামাদানের প্রতিদিন চার রাকাত করে নফল সালাত আদায় করলেন। আর চব্বিশ ঘণ্টায় চার রাকাত সালাত তেমন কিছুই না। কিন্তু ত্রিশ দিনে এর সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে একশো বিশ রাকাতে।

পূর্ণ রামাদানে আপনার একশো বিশ রাকাত নফল হবে যদি প্রতিদিন চার রাকাত করে আদায় করে যান। এবার সেই একশো বিশকে যদি সত্তর দিয়ে গুণ করা হয় তাহলে এর সংখ্যা দাঁড়ায় আট হাজার চারশোতে।

অতএব রামাদানের প্রতিদিন চার রাকাত করে নফল আদায় করলে একমাসে আপনি পাচ্ছেন আট হাজার চারশত রাকাত সালাতের সাওয়াব।

এবার এই আট হাজার চারশো রাকাতকে যদি আপনার পূর্ণ এক বছরের প্রত্যেকটা দিনে তথা, তিনশ পয়ষট্টি দিয়ে ভাগ করে নেন, তাহলে আপনার প্রতিদিনের আমলনামায় বাইশ রাকাতেরও বেশি সাওয়াব যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ রামাদানের প্রতিদিনে চার রাকাত নফল সালাত পড়লেন মানে— আপনি পূর্ণ এক বছর যাবৎ প্রতিদিন বাইশ রাকাত করে নফল সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। যদিও সারা বছর প্রতিদিন বাইশ রাকাত নফল পড়ার মতো সৌভাগ্য খুব কম মানুষেরই হয়ে থাকে। কিন্তু রামাদানের প্রতিদিন মাত্র চার রাকাতেই আপনি সেই সৌভাগ্যের অধিকারী হতে পারেন।

এবার বছরের প্রতিদিনের নফল সালাতের সংখ্যা যদি আরো বাড়াতে চান, অর্থাৎ ত্রিশ বা চল্লিশ রাকাত করতে চান, তাহলে রামাদানে আপনাকে নফলের সংখ্যা আরো কিছুটা বাড়াতে হবে। কারণ এটা হচ্ছে বোনাসের মাস। যতো করবেন, তার সত্তর গুণ বেশি পাবেন।

ঠিক সাদাকার ক্ষেত্রেও একই বিধান। রামাদানের প্রতিদিন পাঁচ টাকা করে সাদাকা করলে এক মাসে আপনি কতো কতো টাকা সাদাকা করার সাওয়াব পেয়ে যাচ্ছেন একবার চিন্তা করেছেন কি?

শুধু কি তাই! একজন রোজাদারকে সামান্য পানি আর একটি খেজুর দিয়ে ইফতার করালেও পেয়ে যাচ্ছেন পূর্ণ একটি কবুল রোজার সাওয়াব। বাহ্, এমন বিশাল অফারে ভরপুর একটা সময় কি কেউ অবহেলা করে শেষ করে?

কখনো কোন সিম কোম্পানি যদি আপনাকে অফার দেয় যে— পনেরো টাকায় প্রতি এক জিবি কিনলেই আপনি পাচ্ছেন উনসত্তর জিবি ফ্রী। যতবার ইচ্ছে ততবার কিনতে পারেন, তবে ত্রিশ ঘন্টার মধ্যে। আর এমবির মেয়াদ সারা জীবন।

আচ্ছা বলুন তো, এমন একটি অফারের ম্যাসেজ পাওয়ার পর আপনি কি একটা লাফ দিয়ে উঠতেন না? কম করে হলেও কয়েক বছর চলতে পারেন পরিমাণ এমবি কি কিনে ফেলতেন না? উপস্থিত টাকা না থাকলে ঋণ করে হলেও?

সামান্য কিছু এমবির ক্ষেত্রে যদি আপনার এই আগ্রহ আর উদ্দীপনা কাজ করে, তাহলে মহান রব্বের পুরস্কারের প্রতি কি আপনার কিছুটা আগ্রহ থাকার প্রয়োজন নেই?

লিখেছেন

মফস্বলে জন্ম, মফস্বলেই বেড়ে উঠা। লেখালেখি শখের একটি অংশ কেবল। তবুও দ্বীন নিয়ে লিখতে চাই সবটুকু দিয়ে। হতে পারে শখটা একদিন আকাশ ছুঁবে ইনশা আল্লাহ।
যবে লুকাইব ভুবন ছাড়িয়া খুঁজিস না কেহ হে আপন,
ভুলে যাইস তোরা আমারো কীর্তি মাটি খুঁড়িয়া দিস দাফন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture