Writing
		
	
	
কুরআনে সেই নারীর হাসি: সারা (আ.)-এর অলৌকিক মাতৃত্বের গল্প
						পবিত্র কুরআনে একজন নারী হাসছেন, এই গল্পটি আছে। সেই নারী হলেন সারা আলাইহাস সালাম। যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী।
সারা আলাইহাস সালাম তখন ৯০ বছর বয়সী। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ১০০ বছর।
সারা আলাইহাস সালাম আশাই করতে পারেননি তিনি এই বয়সে মা হবেন। যখন তিনি ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ পেলেন, তখন হেসে দিলেন। (সূরা হুদ: ৭১)
وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِن وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ
তাঁর স্ত্রীও নিকটেই দাড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরের ইয়াকুবেরও।
[১১:৭১]
“ইসহাক” (إسحاق) নামটির অর্থ হলো “তিনি হাসেন” বা “হাসি”।
এই নামটি আরবি নয়, বরং হিব্রু ভাষা থেকে এসেছে। হিব্রুতে “ইসহাক” (יצחק, Yitzhak) শব্দের অর্থও “হাসা” বা “হাসি”।
কুরআন ও বাইবেলের বর্ণনা অনুযায়ী, ইসহাক (আ.)-এর মা সারাহ তাঁর জন্মের সংবাদ পেয়ে বিস্ময়ে ও আনন্দে হাসেন, তাই তাঁর নাম রাখা হয় “ইসহাক”—অর্থাৎ “তিনি হাসেন” বা “হাসি”।
				
				
					





