Q/ASheikh Ahmad Ullah

লটারির মাধ্যমে বিদেশ গেলে উপার্জন কি হারাম হয়ে যাবে

ইসলামের লটারি টানা হারাম, তাহলে আমরা ৯০ ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে?
না ভাই, এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে সব লটারি কি হারাম কিনা?
উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল, এটা আমাদেরকে জানতে হবে।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্য থেকে কাকে নিবেন একজনকে নিলে আরেকজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম?

এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন ১০ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা ২০ টাকা ৫০ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন, এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকায় ৪০ লাখ টাকা পাইলেন, আপনি ৫০ টাকায় পাঁচ হাজার টাকা পাইলেন, এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম।
আল্লাহ سُبْحَانَهُ وَتَعَالَىٰ বলেছেন.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।
[5:90]

এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোন পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোন একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে পাঁচজন আছে পাঁচজনের যেকোনো তিনজনকে নিবেন, পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন লটারি করে যেকোনো তিনজনকে নিলেন, তো এইটা হারাম না, এই লটারি হারাম না, আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য একেকজনকে একেকটা প্রশ্ন করব কিন্তু কাকে কোনটা করব কেউ বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি, এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে, তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে লসও হতে পারে পুরা টাকা মারাও যেতে পারে এই লটারিটা হারাম।

আর এর বাইরে যে লটারির কথা বললাম, এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোন দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না। ওই লটারি করাটাও হারাম হবে না, ইভেন যদি কেউ হারাম কোন কিছু করে আসেনও তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture