কিয়ামতের আলামতঃ মানুষ হাদীস অস্বীকার করবে

সাহাবী হযরত মিকদাম ইবন মা’দীকারিব রাযিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: সাবধান। অবশ্যই আমাকে কুরআন দেয়া হয়েছে এবং কুরআনের মত আরো বিধানও প্রদত্ত হয়েছে। ইরশাদ করেন: মনে রেখো! এমন এককাল আসবে যখন উদর-ভারি অনেক ব্যক্তি স্বীয় আরাম কেন্দ্রে উপবিষ্ট থাকবে এবং বলবে কুরআনই যথেষ্ট। এরমধ্যে যেটা হালাল বলা আছে সেটাকে হালাল মনে করবে; আর যেটাকে হারাম বলা আছে সেটাকে হারাম মনে করবে। (হাদীসের কোন প্রয়োজন নেই) অথচ কোন বিষয় হারাম বলে বিবেচিত হওয়ার জন্যে রাসূলের নির্দেশ ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কালাম। (মিশকাত শরীফ]
দীর্ঘকাল থেকেই আমরা এই হাদীসের বাস্তবায়ন লক্ষ্য করছি। উদর-ভারি ধনী লোকেরা যারা অর্থের নেশায় বেসামাল এবং যারা সামান্য কিছু পড়াশোনাও করে ফেলেছে তারা পবিত্র কুরআনকেই হেদায়াতের জন্যে যথেষ্ট মনে করে। হাদীসের বিস্তারিত নির্দেশনা যেহেতু বোঝা মনে করে তাই হাদীসকে শরীয়তের অকাট্য দলীল বলেই স্বীকার করে না। বরং বলে, এগুলো মানুষের মনগড়া বাণী। অনেকে আবার বলে, এগুলো মৌলভী সাহেবদের সৃষ্টি। অথচ বাস্তব সত্য হলো, কুরআনের বিধানাবলী হাদীসের ভাষ্য ছাড়া বুঝা সম্ভবই নয়। কুরআনে বিধৃত বিধানাবলীর পূর্ণাঙ্গ রূপরেখাই চিত্রিত-বর্ণিত হয়েছে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদীস শরীফে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:
مَا أَنكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَانَهُكُمْ عَنْهُ فَانْتَهُوا
‘রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাক।’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘উদর-ভারি’ লোকদের কথা এই কারণে বলেছেন, যারা উদর-শূন্য হত-দরিদ্র তারা তো দৈন্যের আঘাতে ওসব বিষয় নিয়ে বিতর্ক করার সময়ই পায় না। তাই তারা কুদরতীভাবে দ্বীন ধ্বংসের, পরকাল বরবাদের এই জঘন্যতা থেকে বেঁচে যায়। গরীব হওয়ার একটা সুবিধাই বলতে হবে এটাকে আর এই ভাগ্যাহত ধনী-বিত্তবানরা শয়তানের স্বপ্ন পূর্ণ করতে সচেষ্ট থাকে। দু’চারটে ধর্মীয় অনুবাদ বই পড়েই বড় মাপের গবেষক বনে যায়। মনে হয় যেন তিনিই একালের ইমাম আযম আবু হানীফা (রহ.); কিংবা তাপসশ্রেষ্ঠ হযরত জুনাইদ (রহ.)! আর এই গবেষণার ফাঁদের ফসল হলো উন্নতির সিঁড়ি সূদ ঘুষ আর ছবি তোলার মত জঘন্যতার ফ্রি-স্টাইল আয়োজন এবং এই গবেষণারই নন্দিত?
উপহার কোট-টাইসহ সকল অপকর্মের গোপন ব্যবস্থা- যেগুলো থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে বিরত থাকতে বলে গেছেন!
সংগ্রহীত
বইঃ কিয়ামতের আলামত
মূলঃ মাওলানা মুহাম্মাদ আশেক ইলাহী (রহ:)
অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন