Q/A

বাচ্চা ছেলেদের সোনা পরানো কি জায়েজ

বাচ্চা ছেলেদেরকে কি রৌপ্য বা সোনার অলঙ্কার ব্যবহার করতে পারব?
ইসলামে পুরুষদের জন্য স্বর্ণের অলঙ্কার পরা জায়েজ নয়
ছোট ছেলেদেরও সোনা ব্যবহার করার অনুমতি নেই। এতে তার অভিভাবকের গুনাহ হবে। হাদীসে আছে, আলী রা. বলেছেন

إن نَبِي اللهِ صَلَى الله عَلَيهَ وَسَلم أَخَذَ حَرِيراً فَجَعَلَه فِي يَمِينِه، وَأَخَذَ ذَهَباً فَجَعَلَه فِي شِمَالِه، ثم قَالَ: إنَ هذَينِ حَرَامٌ عَلى ذُكُورِ أُمَتي.
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে রেশমি কাপড় আর বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম
[সুনানে আবু দাউদ, হাদীস ৪০৫৪; সুনানে নাসায়ী ৮/১৬০]

ফকীহগণ বলেন, উপরোক্ত হাদীসের নিষেধাজ্ঞা ছোটদেরকে পরিধানের ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব, বড়রা বা প্রাপ্তবয়স্করা পরালে তাদের গুনাহ হবে।
রাসুল (সা.) বলেছেন,

حرم لباس الحرير و الذهب على ذكور أمتي و أحل لأناثهم
আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমি কাপড় ব্যবহার করা হারাম, নারীদের জন্য জায়েজ।
[সুনানে তিরমিজি:১৭২০]

আল্লামা মুরগিনানী তার বিখ্যাত ফিকহ গ্রন্থ ‘হেদায়া’-এ বলেন, ‘ছেলেদের সোনা ও রেশমের কাপড় পরানো জায়েজ নয়। যেহেতু এটা পুরুষদের জন্য হারাম। তাই যা পরিধান করা হারাম তা পরিধান করানোও হারাম। যেমন, নিজে মদ পান করা হারাম, কাউকে খাওয়ানোও হারাম।
[হেদায়া: ৪/৪৫৭]

রদ্দুল মুহতার গ্রন্থে আল্লামা ইবনে আবেদীন (রহ.) বলেন, যে হাদিসে স্বর্ণ ও রেশমী কাপড় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তা শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই সীমাবদ্ধ নয়। তাই শিশুর জন্য সোনার অলঙ্কার ও রেশমী কাপড় পরিধান করা হারাম এবং এটা তার অভিভাবক বা যারা তাকে পরিধান করে তাদের জন্য গুনাহ
[রদ্দুল মুহতার: ১/ ২১২]

রূপা

পুরুষরা রূপার আংটি ছাড়া অন্য কোন উপাদানের আংটি পরতে পারবে না। আর রূপার আংটি হতে হবে এক মিছকল বা সাড়ে চার মাষা, যা গ্রাম ওজনে ৪.৩৭৪ গ্রাম যা এর কম হতে হবে।

হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন-

أَنّ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ رَأَى عَلَى بَعْضِ أَصْحَابِهِ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ عَنْهُ، فَأَلْقَاهُ وَاتّخَذَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَقَالَ: هَذَا شَرّ، هَذَا حِلْيَةُ أَهْلِ النّارِ، فَأَلْقَاهُ، فَاتّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَسَكَتَ عَنْهُ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে স্বর্নের আংটি পরিহিত অবস্থায় দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এরপর তিনি লোহার আংটি বানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আরো মন্দ। এটা তো জাহান্নামীদের অলঙ্কার। অতপর তিনি সেটিও ফেলে দিয়ে রুপার আংটি পরলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরব রইলেন।
[মুসনাদে আহমাদ-৬৫১৮]

তবে লোহা, তামা ইত্যাদির ওপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে পুরুষরা সেই আংটি পরতে পারবে।

[ফাতাওয়া খানিয়া ৩/৪১৩; আলমুহীতুল বুরহানী ৮/৪৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; রদ্দুল মুহতার ৬/৩৬০; মাজমাউল আনহুর ৪/১৯৭; মিরকাতুল মাফাতীহ ৮/৩৫৩]

তাই অপ্রাপ্ত ছেলে সন্তানকে সোনার আংটি বা স্বর্ণের যে কোন জিনিস পরানো নিষিদ্ধ। আল্লাহ তায়ালা সকল অভিভাবককে এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন।

والله اعلم بالصواب

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture