Video

বাবা তুমি কেমন আছো Islamic Bangla Gazal Lyrics and Video

বাবা তুমি কেমন আছো-
শিল্পীঃ-ওয়ায়দুল্লা তারেক

বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা..গো..ও.. ও.. বাবা….
বাবা..গো..ও..ও.. বাবা….
বাবা..গো..ও.. ও.. বাবা….
বাবা..গো..ও..ও.. বাবা….।

কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে, নিঃস্ব হয়ে গেলাম।

কত আদর কত স্নেহ.. তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে, নিঃস্ব হয়ে গেলাম..।

ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে,
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।
বাবা.. গো..ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা.. গো.. ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে, অশ্রুতে যায় ভিজে
তোমার মত আপন কেহ, পাই না তো আর খুঁজে,
তাইতো আজই ঘুমের ঘোরে, অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে.. জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।

বাবা..গো.. ও.. ও.. বাবা..
বাবা..গো.. ও.. ও..বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture