Q/AAbdullahil Hadi

আল্লাহ নামটির অর্থ ও ব্যাখ্যা কি

আল্লাহ নামটি কুরআনে কতবার এসেছে?
আল্লাহ اللَّـهُ শব্দের অর্থ মা’বুদ বা উপাস্য।
আল্লাহ হচ্ছেন সেই স্বত্বা যার কাছে সমগ্র সৃষ্টিলোক তাদের সকল অভাব-অনটন ও বিপদাপদে পরম ভালবাসা, ভয়ভীতি ও বিনম্র ভক্তি-শ্রদ্ধা সহকারে ছুটে যায়।

তিনি সৃষ্টিকুলের ইবাদত ও দাসত্বের অধিকারী। তিনিই মাবূদ-উপাস্য, তাঁর কাছে বিনীত হতে হয়, রুকু-সিজদাসহ যাবতীয় ইবাদত-উপাসনা তাঁকেই নিবেদন করতে হয়।

তিনি সমগ্র বিশ্ব চরাচরের একমাত্র স্রষ্টা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিযিকাদাতা এবং সব কিছুর একচ্ছত্র অধিপতি ও নিয়ন্ত্রক।

এ নামের মধ্যেই তাঁর সকল সুন্দর নাম ও গুণাবলীর সমন্বয় ঘটেছে।

কুরআনে এ নামটি মোট ২৭২৪ বার উল্লেখিত হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন:

إِنَّنِي أَنَا اللَّـهُ لَا إِلـهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
“আমিই আল্লাহ। আমি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে সলাত কায়েম কর।”1

আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছাস, ভালবাসা ও সম্মান সহকারে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে তাঁর প্রতি নি:শর্ত ও নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ ও তাঁর দাসত্বকে বরণ করার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সাফল্য মণ্ডিত করেন।
আল্লাহু্ম্মা আমীন।

  1. সূরা ত্বা-হা: ১৪ ↩︎
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture