Writing

আজানের মাধ্যমে শুরু সালাতের মাধ্যমে শেষ!

এইতো কদিন আগের কথা, অফিস থেকে বেরুচ্ছিলাম এমনি নাহিদ ভাইয়ের কল! ‘রিসিভ করতেই বুঝতে পারলাম কোনো কিছু ঘটেছে হয়তো! জিজ্ঞেস করলাম নাহিদ ভাই আপনাকে ভিষণ খুশি দেখাচ্ছে, তিনি জবাবে বললেন আতিক তুমি কোথায়? বললাম ভাই মাত্রই অফিস থেকে বেরুলাম, কেন কোনো কারণ ছিল?
নাহিদ ভাই উৎফুল্ল হয়ে বললেন আতিক আমি বাবা হয়েছি! একটু হসপিটালে আসতে পারবা?
বললাম এখনি আসছি ভাই!

হসপিটালে যাওয়ার পর নাহিদ ভাই আমাকে দেখে বললেন আতিক বাবুর কানে এখনো আজান দেয়া হয়নি। তুমি আজান দিয়ে দাও!’ ছোট্ট বাবু টাকে কোলে নিয়ে আজান দিলাম কানের কাছে।
নাহিদ ভাইকে বললাম ভাই বাবুকে তার মায়ের কাছে নিয়ে যান এই সময় তার মায়ের কাছে থাকা খুবই প্রয়োজন!’
তারপর তার সাথে কিছু সময় কথা বলে বাসায় ফিরে এলাম।

ফজরের জন্য উঠলাম, ফজর শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন তার বাবুটার কথা মনে পড়ছিল। বাসায় এসে দেখি নাহিদ ভাইয়ের ৩/৪টা কল। পুনরায় আমি কল দিলাম! নাহিদ ভাইয়ের আব্বু ফোন রিসিভ করলেন।
কাঁদতে কাঁদতে আংকেল জানালেন নাহিদ ভাইয়ের বাবুটা দুনিয়াতে নেই!’

১১টার দিকে জানাযা শের করে ফিরছিলাম। আর মনে মনে ভাবছিলাম হয়তো আমরা একটু লম্বা সময় পেয়ে গেছি কিন্তু তারও এক সময় অবসান ঘটে যাবে!’

“আজানের মাধ্যমে শুরু অতঃপর সালাতের মাধ্যমে শেষ মধ্যখানে যে সময়টুকু ছিল তার নামই জীবন!”
আসলেই কি তারই নাম জীবন?

তাহলে মানুষ এত এত দালান কোঠার প্রতিযোগিতা করছে কেন?

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture