সুন্নত সালাতে দুই বার সূরা ফাতেহা পড়লে করণীয় কি

একদিন যোহরের আগে চার রাকাত সুন্নত পড়ার সময় দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতেহা ও সূরা মেলানোর পর ভুলবশত আমি আবার সূরা ফাতেহা পড়ে ফেলেছিলাম এবং তখন সাহু সিজদা করিনি।

এখন আমি যা জানতে চাই, সূরা ফাতেহা পাঠ করার কারণে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল কিনা?

না, প্রশ্নোক্ত ভুলের কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব নয়। কেননা সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানোর পর আবার যদি সূরা ফাতেহা পাঠ করলে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা না করাই সঠিক। তবে সূরা মেলানোর পর ইচ্ছাকৃত পুনরায় সূরা ফাতেহা পড়বে না।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯৯; ফাতাওয়া খানিয়া ১/১২১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; রদ্দুল মুহতার ১/৪৬০

Exit mobile version