Q/ASheikh Ahmad Ullah

বাম চোখের উপরের পাতা লাফালে কি করব

কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামে এর কোন ভিত্তি আছে কি?
ভাইরে আপনাদের বাম চোখ কি মাঝেমধ্যে লাফায়, আমার তো প্রায় সময় লাফায়।
কই আমি তো দেখি না যে বাম চোখ লাফালে বিপদ আসছে।

যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোন বিপদ আসে, বুঝতে হবে চোখ না লাফালে ও বিপদ আসতো, ডান চোখ লাফালেও এ বিপদ আসতো, শরীর সম্পূর্ণ লাফালে এ বিপদ আসত।

মুসলমান কখনো এই ধরনের আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারেনা যেটার কোন ভিত্তি নাই, না কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে, না কোন গবেষণা দ্বারা প্রমাণিত, না কোন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরকম ফালতু কোন কুসংস্কারের মুসলমান বিশ্বাস করতে পারে না।

বাম চোখ একটু লাফাচ্ছে, মানুষ বলে থাকি যে কোন বিপদ জানি আসছে।
বিপদ তো তোমার ঈমান আমল যাচ্ছেই, ইসলাম সম্পর্কে কুসংস্কার নিয়ে মরতেছো এটাই সবচেয়ে বড় বিপদ।
অতএব যদি চোখ বাম সাইডেরটা লাফায়, আরো জোরে লাফাক কিচ্ছু হবে না ইনশাআল্লাহ।

অনেক আছে এই মাসালাটা জানে কিন্তু প্রশ্ন করে, মাসালা জানি যে বাম চোখ লাফালে কিচ্ছু হবে না, বিপদ এবং সুখ এইসব গুলো দেয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা।

এরকম কোন আলামত বলেন নাই আল্লাহ তাআলা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture