ঝরা পালক

সা’দ ইবনে মুয়াজ (রাদিয়াল্লাহু আনহু) মুসলিম হিশেবে বেঁচেছিলেন মাত্র ৬-৭ বছর। এই হাতেগোনা কয়েক বছরে নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে, তাঁর মৃত্যুটা স্মরণীয় হয়ে থাকে৷ তিনি ছিলেন একমাত্র সাহাবী, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিলো!

নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, সা’দের (রা:) জানাজায় পৃথিবীতে নেমে আসে ৭০,০০০ ফেরেশতা; যারা এর আগে কখনো পৃথিবীতে আসেনি। তাঁরা আসে সা’দের (রা:) জানাজার নামাজ পড়তে।

কথায় আছে- ‘পাখি ওড়ে যায়, রেখে যায় পালক’। আমাদের জীবন চলে যাবে। পৃথিবীতে যে আমরা এলাম, কী এমন পদচিহ্ন রেখে যাচ্ছি? আমরা কি পালক রেখে যেতে পারছি?
পৃথিবীতে এমন মানুষও ছিলেন, যাদের জানাজা পড়ার জন্য নানান দেশ থেকে মানুষ ছুটে আসে।

আপনি একবার চিন্তা করেছেন, আপনার জানাজায় কারা কারা আসবেন? কতোটই জেলার মানুষ আসবেন?

আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহিমাহুল্লাহ) কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। অসংখ্য মানুষ তাঁর জানাজায় উপস্থিত হোন, তারচেয়েও কয়েকশো গুণ মানুষ আক্ষেপ করেন- ‘ইশ! তাঁর জানাজায় যদি যেতে পারতাম!’

আপনার-আমার জানাজায় উপস্থিত না হলেও আমাদের জন্য আক্ষেপ করবে কয়জন?

লিখেছেন

আরিফুল ইসলাম (আরিফ)

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

Exit mobile version