খুব সহজেই নিজের নেক আমলগুলো অন্যকে দিয়ে দিচ্ছি

একদা হযরত হাসান বসরী (রহি.) কে বলা হলো: অমুকে আপনার গীবত করেছে। তিনি সাথে সাথে তার নিকট কিছু খেজুর হাদিয়া পাঠিয়ে দিলেন এবং বলে পাঠালেন: আমি শুনেছি তোমরা আমাকে তোমাদের (নেক আমলের) কিছু অংশ হাদিয়া দিয়ে দিয়েছো।
তাই (নেক আমল) তার বিনিময়ে আমি তোমাদেরকে এই হাদিয়া পাঠালাম। পূর্ণ হাদিয়া দিতে পারলাম না, আমাকে তার জন্য ক্ষমা করে দিও।

হযরত আবু উমামা আল বাহেলী (রহি.) বলেন: কিয়ামতের দিন মুমিন তার আমলনামায় এমন কিছু নেক আমলের সওয়াবের হিসাব দেখতে পাবে যেসব আমল আদৌ সে করেনি।
তখন সে বলবে: হে রব! এই আমল আমার আমলনামায় কোত্থেকে এলো, আমি এইসব আমল তো করিনি?

আল্লাহ পাক ইরশাদ করবেন: তোমার অগোচরে লোকেরা তোমার যে গীবত করেছে এগুলো তার বিনিময়ে।

“তাম্বীহুল গাফেলীন” বই থেকে নেওয়া….
সংগৃহীত

Exit mobile version