Sheikh Ahmad Ullah
স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল না করে ঘরের কাজ করা যাবে কি ?

Table of Contents
স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল না করে ঘরের কাজ করা যাবে কি?
সহবাস করার পর গোসল না করে কি কি কাজ করা নিষেধ ?
সহবাসের পরে মেয়দের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজ কাম, রান্না বান্না, বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ ?
গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ।
১. নামায পরা নিষেধ।
২. তাওয়াফ করা নিষেধ।
৩. মসজিদে অবস্থা করা নিষেধ।
৪. কুরআন স্পর্শ করা নিষেধ।
৫. কুরআন তেলাওয়াত বা পড়া নিষেধ।
এ ৫টি কাজ ছাড়া আর অন্যান্য সবধরণের কাজ করা যাবে বা নিষেধ না।