মোটা হওয়ার শরীয়াহ পদ্ধতি

অনেকেই শুকনা শরীর নিয়ে হীনমন্যতায় ভোগেন, সবার সামনে যেতে লজ্জা বোধ করেন, বন্ধু বান্ধব, আত্নীয় সজন সবাই তুচ্ছ তাচ্ছিল করে, সব মিলিয়ে আপনি আপনার সাস্থ্য নিয়ে সন্তুষ্ট নন। আপনি আপনার শারীরিক শরীয়তের দৃষ্টিতে মোটা হওয়ার উপায় হলো “খেজুরের সাথে শসা খাওয়া”।
সম্পর্কে দুটি হাদীস দেখুন–

(১)আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন,, “আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট পাঠাবেন। এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন,, কিন্তু কোন ফল হয়নি। শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা খিরা খাওয়াতে থাকলে আমি তাতে উত্তমরূপে স্বাস্থ্যের অধিকারী হই।”
(সুনানে আবু দাউদ,, হাদিস নং ৩৯০৩। হাদিসের মানঃ সহিহ)

(২)আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছেন,, “আমার মা আমাকে রাসূলুল্লাহ (সাঃ) এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। কিন্তু তা কোন উপকারে আসলো না। অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তমরুপে দৈহিক পরিপুস্টি লাভ করলাম।”
(আবু দাউদ,, হাদিস নংঃ ৩৩২৪)

আর খেজুর ও শসা একসঙ্গে খাওয়া সুন্নাহ! আবদুল্লাহ ইবনু জাফর (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন,, “নবী (সাঃ) শসা খেজুরের সাথে একত্রে খেতেন।”
(সহীহ্,, ইবনু মা-জাহঃ ৩৩২৫)

Exit mobile version