ইসতিগফার করা অবস্থায় আজাব দেবেন না

এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। যখনই গাড়িতে চড়তেন, খুব বেশি বেশি ইসতিগফার করতেন। তাকে জিজ্ঞেস করা হলো,
-আপনি গাড়িতে এতবেশি ইস্তিগফার করেন কেন?
-গাড়ি এক্সিডেন্টও কিন্তু একপ্রকার আজাব।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন-

وَمَا كَانَ اللّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ وَمَا كَانَ اللّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
অথচ আল্লাহ কখনই তাদের উপর আযাব নাযিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের উপর আযাব দেবেন না।
[সুরা আনফাল : ৩৩]

وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ یَسۡتَغۡفِرُون
আর আল্লাহ তাদেরকে ইসতিগফার করা অবস্থায় আজাব দেবেন না।

নোট : যান্ত্রিক এই জীবনে আমাদের ঘনঘন গাড়ি চড়তে হয়। বলা যায় না, কখন কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। একিনের সাথে এ কথাটির ওপর আমল করতে পারি।

Exit mobile version