Vulte Parina Baba Sayed Ahmad Bangla Lyrics Video

বাবাকে নিয়ে চোখে পানি আসার মতো গজল, ভুলতে পারিনা বাবা আজো তোমাকে। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন সাঈদ আহমাদ। ভুলতে পারিনা বাবার গানের কথা লিখেছেন নুদসা খালিদা নুতশা।
Song : Vulte Parina Baba
Singer : Sayed Ahmad
Lyric : Nudsa Khalida Nutsha
Tune : Sayed Ahmad
Audio & Video : Elias Hasan
বিষন্নতায় ছেয়ে গেছে এ হৃদয়
কিছুতেই কাটে না যে অলস সময় -২
নিশিদিন দুটি আখি পথ চেয়ে থাকে
কতদিন হলো বাবা দেখিনা তোমাকে
বাবা
ভুলতে পারিনা বাবা আজো তোমাকে
তুমি যবে ছিলে কাছে মনে হতো সবি আছে
জিবনে আমার
চলে গেছো দুরে তুমি হৃদয়টা মরুভূমি
করে হাহাকার
স্মৃতি মোরে ঘিরে রেখেছে হেতা
মনে পড়ে শুধু তোমার কথা
আহত রিদয় চোখের পাতায় শুধু
তোমারি ছবি আঁকে
যতগান যতসুর লাগে বেদনা বিধুর
শুধুই করুন
তুমি যবে আসিবে মন আমার হাসিবে
খুশিতে দিগুন
তুমিহীন ভালো লাগেনা এ কোলাহল
বিন্দু বিন্দু চোখে জমে শুধু জ্বল
নিদে জাগরনে অবিরত তব
স্মৃতি মোরে পিছু ডাকে