Scholar BanglaSheikh Ahmad Ullah

ভালো মানুষ বেশিদিন বাঁচে না, এটি কি সঠিক

ভালো মানুষ বেশিদিন বাঁচে না, কথাটাকি সত্যি?
কারণ সমাজে যখন ভালো কোন মানুষের মৃত্যু হয়, তখন এই রকম কথা শুনা যায়।
অনেকেই এই রকম কথা বলেন যে, ভালো মানুষ বেশিদিন জীবিত থাকে না। এটা আসলে কোন কোরআন হাদীসের কথা এটা না, বরং নবী করিম صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ এর একটা হাদীস আছে আমরা জানি,

خيرُ الناسِ مَنْ طالَ عمرُه وحَسُنَ عمَلُه
সবচেয়ে উত্তম মানুষ হল সে,যার হায়াত বেশি পায় আবার আমলও বেশী করতে পারে।

সে হল সবচেয়ে উত্তম মানুষ। তাহলে ভাল মানুষ হলেই হায়াত কম পায়, অল্প বয়েসে মরে গেলেই সে ভাল মানুষ, এত সহজ কেলকুলেশন এর সুযোগ নেই। খারাপ মানুষও অল্প বয়সে মারা যায়। আবার অনেক ভাল মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যায়।
কে কত হায়াত কম পেয়েছে বেশী পেয়েছে এটার উপরে আসলে ভাল মানুষ বা খারাপ মানুষ নির্ভর করে না।

ভাল মানুষ বা খারাপ মানুষ নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা, এটার উপরে।
বরং ভাল কাজ করার সুযোগ পায় দীর্ঘ হায়াত পেলে আরও ভাল নবী করিম صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ যেটা বলেছেন।

আমরা যে বলি, অল্প বয়েসে লোকটা মারা গেলে যে লোকটা ভাল ছিলেন। ভালো মানুষ বেশী দিন বাচে না এই রকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না।
তবে হ্যাঁ, কেউ মারা যাবার পর সে যদি সত্যি ভাল হয়

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture