Q/A

শ্বশুরকে বাবা শাশুড়িকে মা বলা শরীয়তের জায়েজ আছে কি

শ্বশুরকে বাবা এবং শাশুড়িকে মা বলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি?

এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক আলেম গন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইলমের খেয়ানত করে থাকেন।

রাসূল (সা.) একটি হাদিসে অন্যের পিতাকে পিতা বলে ডাকতে নিষেধ করেছেন। হাদিসটি হল,

عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ

‘সা‘দ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল(সা.)-কে বলতে শুনেছি, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭৬৬]

এ হাদিসে অন্যকে পিতা বলে সম্বোধন করার নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য হল, নিজের পিতার বংশ পরিচয় গোপন রেখে অন্যের বংশ পরিচয়ে নিজেকে পরিচিত না করা। [উমদাতুল ক্বারী শরহু সহিহিল বুখারি ২৩/২৬২]

কিন্তু শশুর শাশুড়িকে এই উদ্দেশ্যে বাবা মা ডাকা হয় না। বরং তাদের সম্মানার্থে তাদেরকে বাবা মা ডাকা হয়। আর সম্মানার্থে কাউকে বাবা মা ডাকার বৈধতা কুরআন থেকেই প্রমাণিত। কারণ কুরআনে রাসূল (সা.)-এর স্ত্রীগণের সম্মানার্থে তাদেরকে মুমিনদের মা বলে সম্বোধন করা হয়েছে।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

‘নবি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মা।’ [সূরা আহযাব, আয়াত: ৬]

সুতরাং শশুর শাশুড়িকে বাবা মা ডাকার বিষয়টি উক্ত হাদিসের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তাই শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture