Q/A

রোজা অবস্থায় কি মুখে গুল রাখা যাবে

রোজা রেখে রোজাদার ব্যাক্তির দাঁতে গুল ব্যবহার করার হুকুম কি?
যারা অভ্যাসগতভাবে রোজা রেখে গুল ব্যবহার করে তাদের রোজা ভেঙ্গে যাবে এবং তাদের কাযা ও কাফফারা আদায় করতে হবে। আর অভ্যাসগত না হলে; বরং কেউ যদি দাঁতের উপকারের জন্য বা দাঁত পরিষ্কারের জন্য গুল ব্যবহার করে তাহলে গলায় ভিতরে প্রতিক্রিয়া অনুভুত বা গলার ভিতরে প্রবেশ না হওয়া পর্যন্ত রোজা ভঙ্গ হবে না।

(ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/২০৪, খুলাসাতুল ফাতাওয়া : ১/২৫৩, ইমদাদুল আহকাম : ২/১২৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৫০)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture