Q/A

রোজা অবস্থায় ইনজেকশন, টিকা, ইনসুলিন নেওয়া যাবে কি

শরীরের কোথায়ও ইনজেকশন দিলে কি রোজা ভেঙ্গে যায়।
রোজা অবস্থায় শরীরে ইনজেকশন, ভ্যাকসিন, ইনসুলিন, স্যালাইন গ্রহণ করা জায়েজ। রক্ত বা গোশত যেখান থেকেই নেওয়া হোক না কেন তাতে রোজা ভেঙ্গে যাবে না। কারণ ইনজেকশনের মাধ্যমে যে ওষুধ শরীরে পৌঁছায় তা কোনো গ্রহণযোগ্য পথ (নাক, মুখ, মলদ্বার) দিয়ে প্রবেশ করে না। এই ইনেজকশন, ইনসুলিন এই গুলা শরীরের শিরা বা ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর রোজা ভাঙ্গার জন্য শরীরের এসব মাধ্যমে গলা বা পাকস্থলীতে কিছু পৌঁছানো আবশ্যক। ইনজেকশন দিয়ে এটি ঘটে না। তাই রোজা অবস্থায় শরীরে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে না।

তবে রোজা রাখার কারণে শরীরে যে প্রাকৃতিক দুর্বলতা দেখা দেয় তা দূর করতে বা ক্ষুধা নিবারণের জন্য খাদ্য হিসেবে কাজ করে এমন গ্লুকোজ স্যালাইন গ্রহণ করা মাকরূহ তাহরীমি। তবে তীব্র দুর্বলতা ও অসুস্থতায় গ্লুকোজ স্যালাইন গ্রহণ করা জায়েয। তবে সব ক্ষেত্রে ইঞ্জেকশনে দ্বারা রোজা ভঙ্গ হবে না।

আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৫; ফিকহুন নাওয়াযিল ২/২৯৭; ফাতাওয়াল লাজনাহ আদদাইমাহ ১০/১২৬, ২৫১-২৫২; ইমদাদুল ফাতাওয়া ২/১৪৪-১৪৭; ইমদাদুল মুফতীন পৃ. ৪৮৯; ফাতাওয়া রহীমিয়া ৭/২৫৭: আহসানুল ফাতাওয়া-৪/৪২২; ফাতাওয়া উসমানী ২/১৮১-১৮৬; জাদীদ ফিকহী মাসায়েল ১/১২২,

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture