Ramadan Time

Dhaka Ramadan 2024 Sehri & Iftar Time (Day-08)

8th Ramadan 2024

Eight Day of Ramadan 2024. Dhaka RAMADAN TIMING 2024 Bangladesh.
19 March 2024, Dhaka Ramadan Time is
Sehri Time 04:44 AM
and
Iftar Time 6:13 PM

Dhaka Ramadan 2024 Day 08 - iftar and sehri time
Dhaka Ramadan 2024 Day 08 – iftar and sehri time

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মাদারীপুর, গাইবান্ধা, বরিশাল, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম – ১মিনিট
  • সিরাজগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালি, ঝালকাঠি, মানিকগঞ্জ, লালমনিরহাট – ২মিনিট
  • গোপালগঞ্জ, বগুড়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট – ৩মিনিট
  • মাগুরা, রাজবাড়ী, খুলনা, নড়াইল, নীলফামারী, রংপুর, জয়পুরহাট – ৪ মিনিট
  • কুষ্টিয়া, নওগাঁ, যশোর, ঝিনাইদহ, নাটোর, পাবনা, দিনাজপুর – ৫মিনিট
  • চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ – ৮মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, মুন্সীগঞ্জ, চাঁদপুর, লক্ষীপুর – ১ মিনিট
  • নরসিংদী, কিশোরগঞ্জ, নোয়াখালী – ২ মিনিট
  • কুমিল্লা, বি-বাড়িয়া, নেত্রকোনা, ফেনী – ৩ মিনিট
  • কক্সবাজার, হবিগঞ্জ – ৪ মিনিট
  • চট্রগ্রাম, সুনামগঞ্জ – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, মৌলভীবাজার – ৬ মিনিট
  • সিলেট – ৭ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ – ১মিনিট
  • টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, বাগেরহাট, সিরাজগঞ্জ, জামালপুর – ২ মিনিট
  • খুলনা, নড়াইল, গাইবান্ধা – ৩ মিনিট
  • রাজবাড়ী, মাগুরা, বগুড়া, কুড়িগ্রাম – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, রংপুর, যশোর, লালমনিরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ – ৬ মিনিট
  • মেহেরপুর, রাজশাহী, নীলফামারী, দিনাজপুর – ৭ মিনিট
  • পঞ্চগড় – ৮ মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও – ৯ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, চাঁদপুর, পিরোজপুর – ১ মিনিট
  • ভোলা, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ – ২ মিনিট
  • বি বাড়িয়া, নোয়াখালী – ৩ মিনিট
  • কুমিল্লা, হবিগঞ্জ, সুনামগঞ্জ – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম – ৬ মিনিট
  • খাগড়াছড়ি, কক্সবাজার – ৭ মিনিট
  • রাঙ্গামাটি, বান্দরবান – ৮ মিনিট

২০২৪ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।

Daily One Quran Verse

وَاَقِيۡمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارۡكَعُوۡا مَعَ الرّٰكِعِيۡنَ‏
তোমরা নামায কায়িম কর, যাকাত দাও এবং রুকূ‘কারীদের সঙ্গে রুকূ‘ কর।[2:43]

Daily Dua

رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا
হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’।
[সূরা বনী-ইসরাঈলঃ ২৪]

Daily One Hadith

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দরূদ পাঠ করেছে।
[সুনান আত তিরমিজী:৪৮৪]

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture