Q/A

নাপাক অবস্থায় সিজদার আয়াত শুনলে করণীয় কি

ফরয গোসল হওয়া অবস্থায় বা নাপাক অবস্থায় কেউ যদি সিজদার আয়াত শোনে তাহলে পবিত্রতা অর্জন করার পর তার ওপর উক্ত সিজদা আদায় করা কি ওয়াজিব?

হ্যাঁ, ফরয গোসল বা নাপাক অবস্থায় সিজদার আয়াত শুনলে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয়ে যায়। তাই পবিত্রতা অর্জনের পর উক্ত তেলাওয়াতে সেজদা আদায় করতে হবে। হযরত ইব্রাহিম নাখায়ী রহ. এবং সাঈদ ইবনে জুবায়ের রা. বলেছেন-

إذَا سَمِعَ الْجُنُبُ السَّجْدَةَ اغْتَسَلَ، ثُمَّ سَجَدَ.
গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলে গোসল করার পর সে উক্ত সিজদা আদায় করবে। 
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৬

তবে হায়েয বা নেফাস অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় না। তাই এক্ষেত্রে পবিত্র হওয়ার পর সিজদা আদায় করতে হবে না। হাম্মাদ রাহ. বলেন-

سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، وَإِبْرَاهِيمَ عَنِ الْحَائِضِ تَسْمَعُ السَّجْدَةَ؟ فَقَالاَ : لَيْسَ عَلَيْهَا سُجُودٌ، الصَّلاَة أَكْبَرُ مِنْ ذَلِكَ.
আমি সাঈদ ইবনে জুবাইর রাহ. ও ইবরাহীম নাখায়ী রাহ.-কে জিজ্ঞাসা করেছি যে, হায়েয অবস্থায় কোনো মহিলা যদি সিজদার আয়াত শোনে তাহলে উক্ত সিজদা আদায় করা লাগবে কি না? এর উত্তরে তারা উভয়ে বললেন, তাকে সিজদা আদায় করতে হবে না। নামায সিজদা থেকে আরও গুরুত্বপূর্ণ।
(অথচ উক্ত অবস্থায় তার উপর সেটি ফরয নয়)।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৮)

-কিতাবুল আছল ১/২৭২; খুলাসাতুল ফাতাওয়া; ১/১৮৪; আলমুহীতুল বুরহানী ২/৩৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; আদ্দুররুল মুখতার ২/১০৭

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture