Video

আজ নয়তো কাল যাবে কেউ কান্নার রোল গজল লিরিক্স

কান্নার রোল আজ নয়তো কাল যাবে কেউ এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আবু উবায়দা গেয়েছেন।
Lyric, Tune & Music Producer: Abu Ubayda
Choreographer: Piash Mia
Director Assist: Anas Ahmed
Director: H Al Haadi
Backscreen Films

আজ নয়তো কাল যাবে কেউ
কেউ গেছে গত পরশু দিনেও
এই পৃথিবী ক্ষণস্থায়ী
থাকার যায়গা না
কিসের এতো অহমিকা
রক্তচক্ষু অগ্নি শিখা
দম ফুরাইলে কবর
ছাড়া যায়গা হবে না।

বেচে থাকার কালে
কত বন্ধু পেয়েছিলে
সময় নদীর স্রোতে
মায়া প্রীতিকে হারালে,
আড়াল হলো যেদিন
এই ধুম্র জালের জড়া
ভালোবাসার ঘরে
এক নামলো মহা খরা,
চৌদিকে যারা ছিলো
তার সিকিভাগ আজ নেই
মায়া কান্নার রোল আর
কালকেই রবে না।

নেক আমলে ভরপুর
যদি হয় তোমার জীবন
নেই কিছু দরকার
আর এটাই আসল ধন,
বদ আমলের পাল্লা
যদি কিছুতে হয় ভারী
যতই বড় হওনা কেনো
আদতে আনাড়ি,
জাহান্নামের আগুন
পুড়ে খাবে দেহ অন্তর
যন্ত্রনাদায় পথ এক
কেনো মন বোঝ না!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture