Q/AScholar BanglaSheikh Ahmad Ullah
কাবাঘরে দান করার কি সুযোগ আছে
আমাদের দেশ থেকে হজ্জে যাওয়ার সময় অনেকে হাজীদের কাছে টাকা দিয়ে থাকেন, কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ কি আছে?
যেভাবে আমাদের দেশের মসজিদে দান বাক্স আছে সেভাবে কি কাবা ঘরে সে রকম কিছু কি আছে। কেউ দান করতে চাইলে পদ্ধতি কি?
কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কি করবেন।
মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী এই মসজিদ গুলোতে যে খরচ হয়ে থাকে, এটি সম্পূর্ণ সোদি সরকার বহন করে থাকে।