যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে লিরিক্স - Islami Lecture আবু উবায়দা নতুন গজল যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আবু উবায়দা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে গানটির কথা লিখেছেন নূর সাজ্জাদ।
Performed by Abu Ubayda Lyric & Tune by Nur Sajjad Sound Design, Mix and Master: Khizir Muhammad Manegar : Mahmudul Hasan DOP: Abu Toyab Director: Abu Hurayra
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই ২ যদি মনের মতো গাঁথা মনের মত না হয় ২ মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে আআআআ – গান আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কিগো নিশ্চয় ২ আআআআ – যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে আআআআ – ছাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে লিখে এই বাসনায় আহমক গজল নাতে পাক হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পরবে তোমার ডাক আআআআ- যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশ া তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে আআআআ- তোমায় ভালোবাসে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে