Writing

ফুটো নৌকা

সূরা কাহাফের একটি অংশে [১৮:৭১] বলা হয়েছে খিজির (আঃ) একটি নৌকা ফুটো করেছিলেন। ঐ নৌকাটির মালিক ছিল কিছু গরিব লোক এবং নৌকাটি ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এই নৌকা করেই তারা মাছ ধরত, যাতায়াত করতো, হয়তো বা এই নৌকাতেই তারা রাত্রি যাপন করত। মুসা (আঃ) তখন খিজিরকে (আঃ) জিজ্ঞেস করেছিলেন কেন তিনি নৌকোটি ফুটো করেছেন। এর পিছনে কি কারণ থাকতে পারে তা কিছুতেই তাঁর বোধগম্য হচ্ছিল না।

একবার কল্পনা করুন তো আপনি সেই গরীব লোক, ঐ নৌকার মালিক। ফুটা হওয়ার কারণে নৌকাটি ব্যবহার অনুপযোগী হয়ে গেল। আপনি হতবিহবল হয়ে আল্লাহকে প্রশ্ন করছেন, কেন?
কেন আমার সাথে এমন হলো?
আমার তো পদোন্নতি দরকার, দরকার একটা ভাল চাকরি, একটা মাথা গোঁজার ঠাঁই, একজন ভালো জীবনসঙ্গী। আমিতো আমার জীবনে এই দু’য়া গুলো কবুল হওয়ার অপেক্ষায় আছি। আমিতো রুপোর চামচ মুখে দিয়ে জন্ম গ্রহণ করিনি। হে আল্লাহ! কেমন করে তুমি আমার এই ছোট্ট নৌকাটি ধ্বংস হতে দিচ্ছ? আমার অতি সামান্য নৌকা?

হে পরওয়ারদিগার, হে আমার রব! কেন তুমি অকৃতজ্ঞদের নৌকা ধ্বংস করছো না? যারা মদ খেয়ে মাতাল হয়, পার্টি করে বেড়ায়? ধ্বংস করার জন্য তুমি আমার নৌকাটিকেই বেছে নিলে? আমার মায়ার জালে বোনা স্বপ্ন বহনকারী এই ছোট্ট নৌকাটি? এই নৌকাটিকেই তোমার বেছে নিতে হলো? কিন্তু কেন?
কেন তুমি আমার এই সামান্য স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিলে?
আমি কি এর যত্ন করিনি?
আমি কি দুই হাত তুলে তোমার দরবারে দু’আ করিনি? আমি কি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে মন-প্রাণ উজাড় করে তোমায় ডাকিনি? আমি কি শীতের সকালে ফজরের নামাজে জেগে উঠিনি?
আমি কি রমজান মাসে সংযম সাধনা করিনি?

আমরা জানি সূরা কাহাফের এই কাহিনীতে একজন স্বৈরাচারী রাজার আগমন ঘটেছিল। নৌকাটি ফুটা না হয়ে যদি নিখুঁত অবস্থায় থাকতো, তাহলে ঐ স্বৈরাচারী রাজা নৌকাটি গরিব লোক গুলো থেকে ছিনিয়ে নিতো। তাদের জীবিকা নির্বাহের আর কোন উপায় তখন অবশিষ্ট থাকত না। আল্লাহ জানতেন ফুটা নৌকাটি তারা চাইলেই মেরামত করতে পারবে। নৌকাটি ফুটা ছিল বলেই দুষ্টু রাজা নৌকাটি কুক্ষিগত করার ব্যাপারে আগ্রহী হয়নি।

কাজেই আপনার নৌকাটি ফুটো হয়েছে মাত্র। আল্লাহ আপনাকে তা মেরামত করতে সাহায্য করবেন। তিনি একটা না একটা উপায় আপনার জন্য বের করেই দিবেন। তিনি বৃহৎ পরিকল্পনার ব্যাপারে অবগত, এবং তার চেয়েও বড় কোনো ক্ষতি থেকে তিনি আপনাকে রক্ষা করছেন। এখন হয়তো ব্যাপারটা আপনার কাছে বোধগম্য হচ্ছে না, কারণ দুষ্টু রাজার পরিকল্পনার ব্যাপারে আপনি অবগত নন। আপনি এও জানেন না আল্লাহ আপনাকে কোন ক্ষতি থেকে রক্ষা করছেন। আপনি এখন যা দেখতে পাচ্ছেন তা হলো আপনার কঠোর পরিশ্রম নস্যাৎ হয়ে গেছে। এই মুহূর্তে আপনি এই ভেবে বিচলিত যে কি পরিমান কঠোর পরিশ্রম করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে।

ধরুন আপনি যাকে বিয়ে করতে চাইলেন, তাকে আপনার কাছ থেকে সরিয়ে নেওয়া হলো। এটা জেনে সন্তুষ্ট থাকুন যে, ভবিতব্য একমাত্র আল্লাহ তা’য়ালাই জানেন। একমাত্র তিনিই জানেন কয়েক বছর পর কি হতে যাচ্ছে। মানুষটি এবং সময়টি হয়তো আপনার জন্য সঠিক ছিল না।

আবার ধরুন পরীক্ষায় আশানুরূপ ভালো ফল হলো না। জেনে রাখুন, এর মধ্যে দিয়ে আল্লাহ আপনার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। ঐ পরীক্ষায় আপনার ভালো ফলাফল হয়তো আপনাকে এমন অবস্থানে, এমন এক বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতো যেখানে আপনার ঈমান দুর্বল হয়ে যেতো। ঐ পরিবেশে পরিপূর্ণ ঈমান ফিরে পাওয়ার জন্য যথার্থ সমর্থন হয়তো আপনি পেতেন না।

যদি চাকরিটি আপনার না হয়, তবে জেনে রাখুন – চাকরিটি হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করতো যা আপনি কখনোই হতে চাননি। চাকরিটি করে হয়তো আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারতেন না। পারিবারের সদস্যদের সাথে হয়তো আপনার দূরত্ব তৈরি হতো। হয়তো মাস দুয়েক পরে আপনি এমন একটি চাকরি পেলেন, যা আপনার জন্য পরিকল্পিত। এ চাকরিতে আপনি সুন্নাহ গুলো সহজ ও সঠিক ভাবে পালন করতে পারছেন। হয়তো এই চাকরিটি আপনার জীবনে আরো অনেক বেশি বারাকাহ বয়ে আনবে। এমনও হতে পারে আপনি আরও একটি ভালো চাকরি পেলেন যেখানে আরো অনেক বেশি সুযোগ-সুবিধা।

ফুটো নৌকোর বাইরে দেখতে শিখুন। জেনে রাখুন আপনি দু’য়া করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। ছোট বাচ্চাটি বুঝতে পারছে না কেন তার মা তাকে সকাল ছয়টায় মিষ্টি পানীয় পান করতে দেয় না। আল্লাহ আপনাকে একজন মায়ের চেয়েও অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ ভালবাসেন, এবং তিনিই সর্বজ্ঞ।

ভাঙ্গা নৌকাটি মেরামত করতে শিখুন। অন্য কোন উপায় বের করুন, উন্মোচন করুন অন্য কোন দ্বার। ধৈর্য ধরুন, কারণ আপনার মাঝেই ধৈর্যশীলতা আছে। আপনি সক্ষম না হলে আল্লাহ আপনাকে এর ভিতর দিয়ে যেতে দিতেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শিখুন, তিনিই আপনাকে রক্ষা করবেন সকল বিপদ আপদ থেকে।

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture