Ramadan Time

Dhaka Ramadan 2023 Sehri & Iftar Time (Day-27)

27th Ramadan 2023

Twenty seven Day of Ramadan 2023. Dhaka RAMADAN TIMING 2023 Bangladesh.
19 April 2023, Dhaka Ramadan Time is
Sehri Time 04:10 AM
and
Iftar Time 6:25 PM

Dhaka Ramadan 2023 Day 27 - iftar and sehri time
Dhaka Ramadan 2023 Day 27 – iftar and sehri time

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, শরিয়তপুর, টাঙ্গাইল – ১মিনিট
  • সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালি, ঝালকাঠি, লালমনিরহাট – ২মিনিট
  • পঞ্চগড়, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, পিরোজপুর – ৩মিনিট
  • পাবনা, মাগুরা, নওগাঁ, নড়াইল, বরগুনা, খুলনা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট- ৪ মিনিট
  • কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, নাটোর – ৫মিনিট
  • রাজশাহী, সাতক্ষীরা – ৬মিনিট
  • চুয়াডাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ – ৭মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর – ১ মিনিট
  • নরসিংদী, ময়মনসিংহ – ২ মিনিট
  • কুমিল্লা, বি-বাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা – ৩ মিনিট
  • ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম – ৪ মিনিট
  • হবিগঞ্জ – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সুনামগঞ্জ, মৌলভীবাজার – ৬ মিনিট
  • সিলেট – ৮ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • বাগেরহাট – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর – ২ মিনিট
  • মাগুরা, খুলনা, নড়াইল, সিরাজগঞ্জ, জামালপুর – ৩ মিনিট
  • রাজবাড়ী, যশোর, গাইবান্ধা, সাতক্ষীরা, ঝিনাইদহ – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট – ৫ মিনিট
  • নাটোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট – ৬ মিনিট
  • মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, নীলফামারী – ৭ মিনিট
  • দিনাজপুর – ৮ মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও – ৯ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, চাঁদপুর, পটুয়াখালী – ১ মিনিট
  • ভোলা – ২ মিনিট
  • বি বাড়িয়া, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর – ৩ মিনিট
  • কুমিল্লা, হবিগঞ্জ, নোয়াখালী – ৪ মিনিট
  • সিলেট, মৌলভীবাজার ফেনী – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৭ মিনিট
  • রাঙ্গামাটি – ৮ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ৯ মিনিট

২০২৩ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।

Daily One Quran Verse

وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ
আর দিনের দুই প্রান্তেই নামায ঠিক রাখবে, এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহা স্মারক।
–১১ : ১১৪–

Daily Dua:

اَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহ দ্বারা তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(সুনান আবু দাউদ : ৩৮৯৯)

Daily One Hadith

আমর আন নাকিদ (রহঃ) ….. আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চাল-চলন ও বিত্ত-বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।
(সহীহ মুসলিম : ২৫৬৪)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture