Ramadan Time

Dhaka Ramadan 2022 Sehri & Iftar Time (Day-19)

19th Day Of Ramadan

Dhaka RAMADAN TIMING 2022 Bangladesh.
21th April 2022Dhaka Ramadan Time is
Sehri Time 04:11 AM
and
Iftar Time 6:26 PM

Dhaka Ramadan Day-19 iftar and sehri time - Islami Lecture
Dhaka Ramadan Day-19 iftar and sehri time – Islami Lecture

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
  • শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
  • কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • সাতক্ষীরা – ৮মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
  • শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
  • কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
  • নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
  • হবিগঞ্জ – ৬ মিনিট
  • সুনামগঞ্জ – ৭ মিনিট
  • মৌলভীবাজার – ৮ মিনিট
  • সিলেট – ৯ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
  • মাদারীপুর – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
  • শেরপুর, মাগুরা – ৩ মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
  • রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
  • রাঙ্গামাটি – ৯ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন

Daily One Quran Verse

رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Rabbanaaa anzil ‘alainaa maaa’idatam minas samaaa’i takoonu lanaa ‘eedal li awwalinaa wa aakhirinaa wa Aayatam minka warzuqnaa wa Anta khairur raaziqeen
রাব্বানাআনঝিল ‘আলাইনা-মাইদাতাম মিনাছছামাই তাকূনুলানা-‘ঈদাল লিআওওয়ালিনা-ওয়া আ-খিরিনা-ওয়া আ-ইয়াতাম মিনকা ওয়ারঝুকনা-ওয়া আনতা খাইরুর রা-ঝিকীন।
অর্থ: হে আল্লাহ! আমাদের প্রতিপালক আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাদ্য প্রেরণ কর যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান কর; তুমিই সর্বোত্তম রিযকদাতা।”
“O Allah, our Lord, send down to us a table [spread with food] from the heaven to be for us a festival for the first of us and the last of us and a sign from You. And provide for us, and You are the best of providers.”
– 5:114 –

Recommended use:
A du’a for provision. Provision is all encompassing term meaning to supply with food, money, or way to make a living. All good provisions come from Allah (swt), we turn to him and ask him to provide for us. This is a du’a Isa (Jesus) alayhis salaam recited asking for sufficient food for him and his followers. Allah (swt) replies in the following verse, “I am going to send it down to you; but whoever from you disbelieves after that, I shall give him a punishment I shall not give to anyone in the worlds.”

Daily One Hadith

ইউসুফ ইবনু মুহাম্মদ (রহঃ) … আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যাক্তির বিরোধী থাকব। তাদের এক ব্যাক্তি হল, যে আমার নামে প্রতিজ্ঞা করল, তারপর তা ভঙ্গ করল। আরেক ব্যাক্তি হল যে আযাদ মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে। অপর এক ব্যাক্তি হল, যে কোন লোককে মজদুর নিয়োগ করল, এবং তার থেকে কাজ পুরাপুরি আদায় করল, অথচ তার পারিশ্রমিক দিল না।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস:2126]

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture