Darbare Risalat Bangla Gojol Lyrics

নতুন ইসলামিক গজল দরবারে রিসালাত, এই সুন্দর গজলটি গেয়েছেন আবির চৌধুরী এবং আসরার তানজিম ক্বাদেরী, দরবারে রিসালাত গজলটি লিখেছেন জামান আহমেদ।
Singer : Abir Chowdhury X Asrar Tanjim Qadri
Lyric: Zaman Ahmad
Tune: Asrar Tanjim Qadri
Sound Design : Sufian Saki
Director : Sabbir Chowdhury
Label : Abir Records
হাতছানিতে ডাকে নুরানী সবুজ মিনার
কল্পনাতে দাঁড়িয়ে থাকি তোমার কিনার
মনে প্রাণে চাইছি বাড়াও তোমার মুবারাক হাত
সালাম জানাবো গিয়ে আমি দরবারে রিসালাত (ঐ)
জন্ম আমার হয়নি তোমার যুগে
কপালে ছিলো না লেখা
তব উম্মত হয়েছি আমি সেতো রহমে খোদার।
একটিবার দাওগো দেখা
সে আশায় গেয়ে যাই নাত (ঐ)
তোমার গল্প কত শুনেছি
পড়েছি তোমারি প্রেমে
উদাস হয়ে ফিরি আমি
কোথাও যাই না থেমে।
হয়ত হঠাৎ ডাক আসবে মদিনায় কাটবে রাত (ঐ)
প্রভুর পরে তোমার আসন জানি
অতুলনিয় হে প্রেমময়
তোমার প্রেমে করে সব কুরবান
ভুলে গেছি লজ্জা ভয়
প্রেমিক হৃদয় সইতে রাজি শত ঘাত প্রতিঘাত (ঐ)
হৃদয়তলে জমিয়ে রাখা প্রেম-মমতা
নালায়েক এই গোলামের
সঁপেছি ওগো তোমার কদম পাকে
তুমি ভরসা বিচার দিনের
তোমার নামে গেয়ে গজল পাই এ দীলে রাহাত (ঐ)