Brishti Brishti Din Bangla Lyrics By Abu Ubayda

Brishti Brishti Din | বৃষ্টি বৃষ্টি দিন | Abu Ubayda
Lyrics, Composition & Perform by Abu Ubayda
Sound & Mix-Master: Sharif Mahmud
Management: Mahmudul Hasan
Audio Empire: Hamdan Records
Director: Faruq Tahir
টাপুর টুপুর বৃষ্টি পড়ে যখন
চায়ের কাপে চুমুক দিয়ে তখন
শিউলি পলাশ খোপায় গুঁজে দিলে
বোকা বনে গিয়ে করি পরাজায় বরণ
গড়ি প্রেমের উপাখ্যান
গাই মেঘলা দিনের গান
শোধি প্রেমের সব ঋণ
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন
তুমি চাইলে এনে দেবো
মেঘবালিকার খোঁপা থেকে
ভেজা স্নিগ্ধ বকুল ফুল
তুমি হাসলেই গলে যাবো
ভালোবাসলেই ভুলে ব্যথা
হয়ে নীরধর তুলতুল
তুমি চাইলে এনে দেবো
মেঘবালিকার খোঁপা থেকে
ভেজা স্নিগ্ধ বকুল ফুল
আর হাসলেই গলে যাবো
ভালোবাসলেই ভুলে ব্যথা
হয়ে নীরধর তুলতুল
উড়ি বাতাসের মোহনায়
ঘুড়ি প্রভাতের অহনায়
বাজে বারিধির সুরবীন
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন
মৃদু সমীরণ
লাগে যে ভীষণ
চুলে মেখে দেয় মেঘ
বৃষ্টি আসে
দুর্বা ঘাসে
জাগে মনে ভাব-আবেগ
নুতন জলে
শুধুই বলে
প্রেম-প্রেম মায়া
আগুন জ্বলে
রাগ ভুলে ফের
মিলে প্রণয় আবহায়া
ছাদ কোণে জমে থাকা
পদধ্বনি মোরে বলে
এথা লোকোনো তোমার সুখ
চোখে চোখে কথা বলো
যেই পিড়ি পেতে ওঠন
আমি শব্দহীন উন্মুখ
ছাদ কোণে জমে থাকা
পদধ্বনি মোরে বলে
এথা লোকোনো তোমার সুখ
চোখে চোখে কথা বলো
যেই পিড়ি পেতে ওঠনে
আমি শব্দহীন উন্মুখ
তুমি আমার নীরবতা
ভালোবাসার কলা পাতা
নীরব আগুনে পুড়া তুরিন
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন
আজ বৃষ্টি-বৃষ্টি দিন
আজ মুখর বৃষ্টি দিন