Nosihot By Gazi Anas Rawshan Bangla Lyrics - Islami Lecture নসিহত হোকনা যত গান কবিতা প্রিয় Gazi Anas Rawshan Sir এর কণ্ঠে , হৃদয় শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ
Title : Nosihot Artist : Gazi Anas Rawshan Lyrics & Tune : Abu Taher Shakil Sound Design : Salman Sadik Saif Audio & Video : Heaven Tune Producer : Gazi Anas Rawshan
হোক না যত গান কবিতা আর নসিহত করা পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া ।। হোক না যত জ্ঞানীগুণী আমল না যদি হয় বদলাবে না সমাজ কভু প্রভুর ভয়ে না যদি রয়ে হোক না যত গান কবিতা আর নসিহত করা পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া মিষ্টি কথায় গল্প বলা, দামি গাড়ি দিয়ে চলা সাদা জামা পড়লে শুধু হয় না তো মুমিন ভার্সিটিতে ডিগ্রি নিয়ে নিজেকে জ্ঞানী মনে করে অহংকারে কাপে যদি আল্লাহর এই জমিনমানুষ হয়ে যদি মোদের মনটা কালো হয়মানুষ হয়ে যদি মোদের মনটা কালো হয় বদলাবে না সমাজ কভু প্রভুর ভয় না যদি রয় অশুদ্ধ মন শুদ্ধ করো সত্যকে আজ আঁকড়ে ধরো লড়াই করো নিজের সাথে নিজেই প্রতিদিন কালো ছায়া দূর করে দাও প্রভুর রঙে নিজকে রাঙ্গাও খেয়াল করো কারো জীবন হয় না যে মলিন জালিম দ্বারা মজলুম যদি নির্যাতিত হয় জালিম দ্বারা মজলুম যদি নির্যাতিত হয় বদলাবে না সমাজ কভু প্রভুর ভয়ে না যদি রয় হোক না যত গান কবিতা আর নসিহত করা পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া ।। পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া ।।